۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
খ্রিষ্টান দেশ কলম্বিয়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে
খ্রিষ্টান দেশ কলম্বিয়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে

হাওজা / খ্রিষ্টান দেশ কলম্বিয়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারল আর ১২ কোটির সুন্নী মুসলিম দেশ মিসর , অপর এক সুন্নী মুসলিম দেশ জর্দান, ১০ মিলিয়ন অধ্যুষিত শিয়া মুসলিম দেশ আজারবাইজান প্রজাতন্ত্র এখনও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তো করেই নি বরং ব্যবসায় বাণিজ্যও চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরাইলের সাথে !!

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খ্রিষ্টান দেশ কলম্বিয়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারল আর ১২ কোটির সুন্নী মুসলিম দেশ মিসর , অপর এক সুন্নী মুসলিম দেশ জর্দান, ১০ মিলিয়ন অধ্যুষিত শিয়া মুসলিম দেশ আজারবাইজান প্রজাতন্ত্র এখনও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন তো করেই নি বরং ব্যবসায় বাণিজ্যও চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরাইলের সাথে !! আর তুরস্ক তো গাযা যুদ্ধের ৭ মাস পরে গতকাল ( ১-৫-২০২৪ ) ইসরাইলের সাথে ব্যবসায় বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিল । (খ্রিষ্টান দেশ কলম্বিয়া)

৩৪০০০ এর অধিক শহীদ ৭৮০০০ এর অধিক আহত ১৫০০০ এর অধিক নিখোঁজ এবং গাযা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর এতক্ষণে অরিন্দম এরদোগান বুঝিতে পারিলেন যে ইসরাইলের সহিত তুরস্কের ব্যবসায় বাণিজ্য বন্ধ করা দরকার! আবার মহামান্য হাদেমুল হারামাইনের ( দুই হারাম ধ্বংস কারী) দেশ সৌদি আরবে ইসরাইলের বিরুদ্ধে ইন্টারনেট ও সোস্যাল মিডিয়ায় মন্তব্য করলেই ধরপাকড় করা হচ্ছে !!!

তাহলে এ সব নামধারী মুসলিম দেশগুলো কি খ্রিষ্টান দেশ কলম্বিয়ার চেয়েও অধম ও নিকৃষ্ট ! বেশ কিছু আরব ও মুসলিম দেশ যেমন: মিসর , জর্দান, মরক্কো , আরব আমিরাত , বাহরাইন , তুরস্ক , আজারবাইজান প্রজাতন্ত্র ইত্যাদি এখনো ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে । এদের উচিত ছিল ইসরাইলের সাথে কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা । খ্রিষ্টান কলম্বিয়ার কী ঠেকা ? অথচ স্রেফ মানবিক কারণে এ কাজ করেছে দেশটি। চারদিক থেকে মুসলিম দেশ দিয়ে ঘেরা ও পরিবেষ্টিত অমুসলিম যায়নবাদী ইহুদীবাদী সন্ত্রাসী সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল অন্যায় ভাবে নৃশংস ভাবে ধৃষ্টতার সাথে গাযবাসী ফিলিস্তীনী আরবদের - যাদের অধিকাংশই মুসলমান - মারছে , গণহত্যা ও সব ধরণের অন্যায় , অপরাধ ও অপকর্ম করছে !!! এ সব মুসলিম দেশের কী হয়েছে ? এদের আত্মসম্মান ও জাত্যাভিমানবোধও নেই কি ? ইসরাইলকে বাধা দেয়ার মুরোদ তো এদের একদম নেই? বীর ইয়ামান লোহিত সাগরে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজ সমূহের চলাচলে নিষেধাজ্ঞা জারি ও আরোপ করলে ইসরাইলের ঈলাত বন্দর একদম বন্ধ হয়ে গেলে আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের পক্ষে পণ্য আমদানি করছে নিজেদের বন্দর সমূহ দিয়ে এবং তা সৌদি আরব ও জর্দানের মধ্য দিয়ে স্থল পথে ইসরাইলে পাঠাচ্ছে যাতে লোহিত সাগরে ইসরাইলের বিরুদ্ধে ইয়ামানের হুথিদের আরোপিত নিষেধাজ্ঞা অকার্যকর করা সম্ভব হয় । এটা কি ও সব আরবদেশের সরকার সমূহের গাদ্দারী ও খিয়ানত নয় ইসলাম, মুসলিম উম্মাহ আরব জাতি ও ফিলিস্তীনীদের সাথে ?

এদেরকে কি মানুষ বলা যায় ? এদের মধ্যে কি মনুষ্যত্ব আছে নাকি তা পুরোপুরি লোপ পেয়েছে ?!!!

تبصرہ ارسال

You are replying to: .