۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
ইমাম জাওয়াদ (আ.)
ইমাম জাওয়াদ (আ.)

হাওজা / কোনো কাজ করা কিংবা কোনো গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে ও ভেবে-চিন্তে করা উচিত, প্রয়োজনে বিশেষজ্ঞ ও জ্ঞানী-গুণী মুরব্বিদের পরামর্শ নেয়া উচিত!

অনুবাদ: রাসেল আহমেদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দৈনন্দিন কোনো কাজ করা কিংবা জীবনের গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে ফেলি, ফলে পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হই এবং আফসোস ও অনুশোচনা করি! কিন্তু সে আফসোস ও অনুশোচনা কোনোই কাজে আসে না! তাই কোনো কাজ করা কিংবা কোনো গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে ও ভেবে-চিন্তে করা উচিত, প্রয়োজনে বিশেষজ্ঞ ও জ্ঞানী-গুণী মুরব্বিদের পরামর্শ নেয়া উচিত!

ইমাম জাওয়াদ (আ.) বলেন,

ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ لَمْ يَنْدَمْ تَرْكُ الْعَجَلَةِ وَ الْمَشُورَةُ وَ التَّوَكُّلُ عِنْدَ الْعَزْمِ عَلَى اللَّهِ عَزَّ وَ جَل‏.

তিনটি জিনিস আছে- সেগুলো যে মেনে চলবে, সে আফসোস ও অনুশোচনা করবে না:

১. (কাজ ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) তাড়াহুড়া পরিহার,

২. (অভিজ্ঞ ও বিশ্বস্থ জনের) পরামর্শ গ্রহণ এবং

৩. সিদ্ধান্ত নেওয়ার (ও তা বাস্তবায়নের) সময় আল্লাহর উপর ভরসা করা!

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্টা- ৮১]

تبصرہ ارسال

You are replying to: .