হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় স্বপ্ন হলো নিজের জন্য পরিপূর্ণ সমৃদ্ধি ও শান্তির ব্যবস্থা করা এবং সেই শান্তিতে আজীবন বেঁচে থাকা। কিন্তু পৃথিবীর চির বাস্তবতা হলো জগতের কোনো কিছুই টিকে থাকে না, এখানে কোনো কিছুই চির স্থায়ী হয় না। তাই পৃথিবীতে কোনো পরিশ্রম ও কষ্ট ছাড়া সুখ বা শান্তি পাওয়া যায় না। এ প্রসঙ্গে পবিত্র হাদিসে আল্লাহ হযরত মূসা (আ.)-কে আল্লাহ বলছেন,
اِنّی وَضَعْتُ الرَّاحَةَ فِی الْجَنَّةِ وَ النَّاسُ یَطْلُبُونَهَا فِی الدُّنْیَا.
হে মুসা (আ.)! আমি পরম সুখ ও শান্তি বেহেশতে রেখেছি, কিন্তু মানুষেরা (সেই পরিপূর্ণ সুখ ও শান্তি) এই দুনিয়াতে পেতে চায়।
[মেশকাতুল আনোয়ার ফি গুরারুল আখাবার, ১ম খন্ড, ৭০৩ পৃষ্ঠা]
এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায় থাকে না, তাই পরিপূর্ণ শান্তি লাভ করাও সম্ভব নয়।
যেহেতু পরম সুখ ও পরিপূর্ণ শান্তির স্থান হলো বেহেশত। তাই এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সে-ই বেহেশত পাওয়া যাবে যেখানে পরম শান্তি আছে?
উপরোক্ত প্রশ্নের উত্তরে ইমাম সাদিক (আ.) বলেছেন (হাদীস),
مَنْ یَضْمَنُ لِی أَرْبَعَةً بِأَرْبَعَةِ أَبْیَاتٍ فِی اَلْجَنَّةِ مَنْ أَنْفَقَ وَ لَمْ یَخَفْ فَقْراً وَ أَنْصَفَ اَلنَّاسَ مِنْ نَفْسِهِ وَ أَفْشَى اَلسَّلاَمَ فِی اَلْعَالَمِ وَ تَرَکَ اَلْمِرَاءَ وَ إِنْ کَانَ مُحِقّاً
এমন কে আছে যে ৪টি আমলের বিনিময়ে আমার থেকে তার জন্যে বেহেস্তে চারটি গৃহের নিশ্চয়তা বা প্রতিশ্রুতি নিবে?!
১. যে দান করবে, (আর দান করার ক্ষেত্রে অভাব বা) দারিদ্রতাকে ভয় করবে না।
২. এবং নিজে জনগণের সাথে ন্যায়বিচার বা ইনসাফের ভিত্তিতে আচারণ করবে।
৩. এবং সমাজে সালাম প্রদানের প্রচলন সম্প্রসরণ ঘটাবে।
৪. এবং হক্ক নিজের পক্ষে থাকলেও বির্তক ও ঝগড়া পরিহার করবে।
[আল-খিসাল গ্রন্থ/ অনুবাদ, কামেরাই, ১ম খন্ড, ২১০ নম্বর পৃষ্ঠা]
লেখা: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান