۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
কষ্ট ও সমস্যা থেকে মুক্তির দোয়া
কষ্ট ও সমস্যা থেকে মুক্তির দোয়া

হাওজা / হযরত আব্দুল্লাহ ইবনে জাফর (রা.) থেকে বর্ণিত “হযরত আলী ইবনে আবি তালিব (আ.) ‎আমাকে কষ্ট ও সমস্যা থেকে মুক্তির দোয়া শিখিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, “হযরত আলী ইবনে আবি তালিব (আ.) ‎আমাকে কষ্ট ও সমস্যা থেকে মুক্তির দোয়া শিখিয়ে দিয়েছেন। তিঁনি আমাকে বলেছেন, আল্লাহর রাসুল (সা.) (দোয়াটি) তাঁকে ‎শিখিয়েছেন।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যখনি কোনো সমস্যায় পড়বে- তখনি এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি ‎নিম্নরূপ:
‎لَا إلِهَ إلَّا اللهُ الحَلِيمُ الكَرِيْمَ، لَا إلِهَ إلَّا اللهُ العَلِيُّ العَظِيْمُ، سُبْحَانَ اللهِ وَتَبَارَكَ اللهُ، رَبُّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبُّ العَرْشِ ‏العَظِيْمِ، وَالحَمْدُ للهِ رَبِّ العَالَمِيْن.‎

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালীমুল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহুল আ'লীয়্যুল আ’যীম। সুবহানাল্ল-হি ওয়া ‎তাবারাকাল্ল-হু রব্বুস সামাওয়াতিস সাব্-য়ি', ওয়া রব্বুল আর্-শিল আ’যীম। ওয়াল হামদু লিল্লাহি রব্বিল ‎আ’লামীন।

[সূত্র: মাকারিমুল আখলাক্ব, পৃষ্ঠা- ৩৫১]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলের দুঃখ-কষ্ট ও সমস্যাবলি দূর করে দিক এবং তাঁর একান্ত অনুগত অনুসারীদের অন্তর্ভুক্ত করুক। আমিন ইয়া র'ব্বাল আ’লামিন।

تبصرہ ارسال

You are replying to: .