হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রত্যন্ত অঞ্চল কাশকাব্লাগ গ্রামের মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আরাফি বলেন, শিশু এবং কিশোর যারা মসজিদ (ও মসজিদের সংস্কৃতির) সাথে শুরু থেকেই সম্পৃক্ত থাকে, তারা নানা ধরনের (সামাজিক ও নৈতিক) অবক্ষয় থেকে নিরাপদ থাকে; আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মসজিদকে আবাদ করা যাতে সব মসজিদে তিনবার জামাতে নামাজ আদায় করা যায় এবং শিয়া জনগোষ্ঠীর ভিত্তি গড়ে তুলতে মসজিদ একটি রোল মডেল হওয়া উচিত।
তিনি আরও বলেন, ইমামে যামানার গায়বাতে কোবরার (দীর্ঘ অনুপস্থিতি) যুগে, ইমাম (আ.)-এর জন্য অপেক্ষা করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব; আমাদের জানা উচিত যে (ইমামের) অনুপস্থিতির সময়ে কৃত পূণ্যময় কাজসমূহ (তাঁর) উপস্থিতির সময়ের চেয়ে বেশি মূল্যবান ও গুরুত্বপূর্ণ।