হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কবিতা নিবেদন:
কবি: মুস্তাক আহমদ
কিছু মানুষ লেবাশ ছাড়াই
সেদিন ছিলেন অসহায়,
বেশকিছু লেবাশের ভিতরে
ছিলনা মানুষের অববয় ৷
৬১-হিজরী থমকে গেলো
মানুষের অগ্রগতি,
বিলিন হয়ে ছিলো সেদিন
মানুষ্যত্বের অনুভূতি ৷
বিদ্বেষ বিষে বিষাক্ত বাতাস
আরবের অলিগলি
সকিফা হলের দুর্গন্ধ চিতায়
এলো..... জ্যান্ত-মড়াগুলি ৷
অর্ধ শতাব্দি মাত্র ক'দিন
তাতেই কুপোকাত
সকিফা হলের মূর্তি সেদিন
করলো বাজিমাত ৷
নবীকন্যারে হত্যা করে
খুলে দিলো পথ
সেই পথে জমা হলো
অবৈধ জনপদ ৷
ভাঙা পাঁজরে চলে গেলেন
সন্তানগুলির 'মা'
মায়েদের সামনে সন্তান হত্যা
দেখালো 'কারবালা'৷
মদিনা হতে কারবালার পথ
রক্তে গেছে ভিজে
হন্যে হয়ে মরিতেছে তাই
রিসালতের খোঁজে ৷