হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, শিয়া মারজা-এ-তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা নূরে হামদানি কোম শহরে ইরানের সংসদ বিষয়ক প্রেসিডেন্টের সহকারী শাহরাম দাবেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই বৈঠকে তিনি দখলদার ইহুদিবাদী সরকারের অপরাধের প্রতি ইঙ্গিত করে বলেন: প্রতিদিনই বিভিন্ন সংবাদ সংস্থা থেকে বিপুল সংখ্যক নির্যাতিত মুসলমানের শহীদ হওয়ার দুঃখজনক সংবাদ শুনি।
হযরত আয়াতুল্লাহ নূরে হামদানী বলেন: ইসলামী শিক্ষা ও কুরআন অনুযায়ী পৃথিবীর যে কোন প্রান্তে অন্যায়ভাবে কোন মুসলমানের রক্ত ঝরানো হলে তার জন্য সকল মুসলমান দায়ী এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের কর্তব্য।