۱ آذر ۱۴۰۳ |۱۹ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 21, 2024
ইরাক ইরান যিয়ারত
ইরাক ইরান যিয়ারত

হাওজা / ইরাক-ইরানে অবস্থিত নবী (সঃ)-এর সন্মানিত বংশের রৌজাগুলি যিয়ারত করে ফিরলেন পশ্চিমবঙ্গের ১৪-জন ব্যক্তি৷

প্রতিবেদন: মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারওয়ান-এ-নূর' -এর উদ্যোগে ইরাক-ইরানে অবস্থিত নবী (সঃ)-এর সন্মানিত বংশের রৌজাগুলি যিয়ারত করে ফিরলেন পশ্চিমবঙ্গের ১৪-জন ব্যক্তি৷

২০২৪ সালের চলতি বছর অক্টোবরে ২৪ তারিখ থেকে নভেম্বরের ১৪-তারিখ পর্যন্ত এই সফরে দু'টি দেশ যথা ইরাক ও ইরান সফর করে আসেন৷

ইরাকে অবস্থিত কারলালায় ইমাম হুসাইন (আঃ)-এর রৌজা, আব্বাস আলামদার(আঃ)-এর রৌজা, ফুরাত নদী, কারবালার ময়দান ইত্যাদি যিয়ারত করেন৷

নাজাফ শহরে হজরত ইমাম আলী (আঃ)সহ কুফার মসজিদ, এছাড়া বাগদাদে অবস্থিত গোওশে পাক বড়পীর আবদুল কাদের জিলানী(রহঃ), আবু হানাফি (রহঃ) মারুকে কারখী (রহঃ) ইত্যাদি রৌজা ও মাজার যিয়ারত করেন৷

এছড়া কাজমাঈনে মুসা কাজিম (আঃ), সামারা'সহ বিভিন্নস্থানে যিয়ারত করেন৷

আপরদিকে ইরানে তেহরান, কোম, নিসাবুর ও মাসহাদ শহরে যিয়ারত করেন৷

মাসহাদে ইমাম আলী রেযা (আঃ)-এর রৌজা, -যা বিশ্বের সবথেকে বড় রৌজা৷ নিসাবুরে মওলা আলী রেযা'র (আ:) কদমগাহ, কোম শহরে মাসুমা এ ফাতেমা(আঃ)-এর রৌজা, কোহে খিজির, জামকারান মসজিদও যিয়ারত করেন৷

এই যিয়ারতের প্রধান উদ্যোক্তায় কারওয়ান-এ-নূরের পক্ষ্যে মওলানা ড. রিজয়ানুর সালাম খান ও সত্যের পথে পত্রিকার সম্পাদক মুস্তাক আহমেদ৷

تبصرہ ارسال

You are replying to: .