কবি: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, “অহীর গৃহে আগুন"
চলে গেলেন বিশ্বনবী
দিয়ে গেলেন 'কাউসার'
'কোরআন ও আহলে বাইত'
নামটি চমৎকার।
নবীর লাশ ফেলে সবাই
ছুটলো সেই হলে ...
গড়লো নেতা, সুন্নাহ ছেড়ে
অবৈধ্য জনবলে।
জনবল আর ধনবল -
তিন দিন চলে গুঞ্জন,
দ্বীন ছেড়ে অপকর্ম
চালায় গোত্র প্রধান ৷
এরপর ফিরলো তারা
বায়াত করল শুরু,
আলীর খোঁজে পাগল দেখ
রাজতন্ত্রের গুরু৷
আলীর নিকট ছুটলো সে
রাজতন্ত্রের তরে,
গিয়ে দেখে কয়েকজন
ফাতিমার ঘরে৷
মারলো লাথি রাগে সে
ভেঙে গেল দ্বার,
দুঃখী মায়ের ভাঙলো সিনা -
বিশ্ব নির্বিকার।
মায়ের গর্ভে শহীদ হলেন
নাম মুহসিন,
এটাই বুঝি প্রতিদান -
রেসালতের ঋণ ?
মোয়াদ্দাতে কুরবা যারা
জান্নাতের আলো,
মুশিবতে আলে মহম্মদ
জবাব কে দেবে বলো ?
নবীকন্যা ফাতিমা
জান্নাতের রাণী,
তিনিই সকল বোনের
নারী-কুলের শিরোমণি।
পিতৃহারা শোকে কাতর
খাতুনে জান্নাত,
এক জালেম মারলো বুকে
বিষম এক আঘাত ।
যন্ত্রণাতে কাতর তিনি
করলেন চিৎকার,
তাঁর গৃহে লাগায় আগুন -
এ কেমন অত্যাচার!!
যাঁতা পিষে মানুষ করেন
দুঃখী আমার মা,
আজ তাঁর বুকে কে দিল
এমন যন্ত্রণা ?
নবীর শোকে যিনি কাতর,
তিনিই বিশ্ব দুঃখী,
যে গৃহে আসতো অহী,
আগুন কেন দেখি ??
কে লাগাল এই আগুন ?
কার বুকের পাটা ??
খেলাফতের পাশবিকতায়
রিসালতের কাঁটা
ইমামতের সুধা ছেড়ে -
নতুন ধর্ম গড়ে,
খেলাফতের নামে এ ধর্ম
গড্ডালিকায় পড়ে।
কালের চাকা - ইতিহাস -
কলঙ্কিত নাম,
আজ মুনাফেকদের টিপছে
গলা ইহুদী-খ্রীষ্টান৷
গোলাম হল মুসলমান,
খ্রীষ্টান তার প্রভু,
অহীর গৃহে ... সেই আগুন
নিভবে না কভু।
সেই আগুনে জ্বলছে বিশ্ব,
পুড়ছে খেলাফত,
শান্তি-মুক্তি শক্তি পাবে
যদি ধরো "কোরআন ও আহলে বাইত"।