۲۸ اردیبهشت ۱۴۰۳ |۹ ذیقعدهٔ ۱۴۴۵ | May 17, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

আবু সুখাইলা বলেন : আমি কুফার মসজিদে আমির আল-মু'মিনীন ইমাম আলি (আঃ)-কে বলতে শুনেছি, হে লোকেরা! তিন জাতীয় লোকদের ধর্মের সাথে কোনও সম্পর্ক নেই।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী বলেন: আবু সুখাইলা বলেন : আমি কুফার মসজিদে আমির আল-মু'মিনীন ইমাম আলি (আঃ)-কে বলতে শুনেছি, হে লোকেরা! তিন জাতীয় লোকদের ধর্মের সাথে কোনও সম্পর্ক নেই।

عَنْ أَبِی سُخَیْلَةَ قَالَ سَمِعْتُ عَلِیّاً علیه السلام عَلَی مِنْبَرِ الْکُوفَةِ یَقُولُ

أَیُّهَا النَّاسُ ثَلَاثٌ لَا دِینَ لَهُمْ

 لَا  دِینَ لِمَنْ دَانَ بِجُحُودِ آیَةٍ مِنْ کِتَابِ اللَّهِ

وَ لَا  دِینَ لِمَنْ دَانَ بِفِرْیَةِ بَاطِلٍ عَلَی اللَّه ِ

 وَ لَا دِینَ لِمَنْ دَانَ بِطَاعَةِ مَنْ عَصَی اللَّهَ تَبَارَكَ وَ تَعَالَی ثُمَّ قَالَ أَیُّهَا النَّاسُ

 لَا خَیْرَ فِی دِینٍ لَا تَفَقُّه فِیهِ  

 وَ لَا خَیْرَ فِی دُنْیَا لَا تَدَبُّرَ فِیهَا

وَ لَا خَیْرَ فِی نُسُكٍ لَا وَرَعَ فِیه ِ

আবু সুখাইলা বলেন : আমি কুফার মসজিদে আমির আল-মু'মিনীন ইমাম আলি (আঃ)-কে বলতে শুনেছি, হে লোকেরা! তিন জাতীয় লোকদের ধর্মের সাথে কোনও সম্পর্ক নেই।

ওই ব্যক্তির দ্বীন থেকে কোন সম্পর্ক নেই, যে আল্লাহর কিতাব কুরআন শরীফের এক আয়াতেরও বিরুদ্ধাচরণ করে।

ওই ব্যক্তির দ্বীনের সাথে কোন সম্পর্ক নেই, যে আল্লাহর উপর অবৈধ বা মিথ্যা কথার অপবাদ দেয়।

ওই ব্যক্তির দ্বীনের সাথে কোন সম্পর্ক নেই, যে পাপে নিমজ্জিত ব্যক্তির অনুগত্য করে।

অতঃপর তিনি বলেন : হে লোকেরা!

ওই জাতীয় দ্বীন ও দ্বীনদারীতে কোন লাভ নেই যার মধ্যে বুঝ ও ফেকার অন্তর্ভুক্ত নেই।

এমন দুনিয়া ও জীবনে কোনও লাভ নেই যার মধ্যে চিন্তা ও দূরদর্শিতা নেই।

এ জাতীয় আমল ও ইবাদতে কোনও লাভ নেই, যার মধ্যে কঠোরভাবে পাপ থেকে বিরত থাকার ইচ্ছা নেই।

আল মোহাসিন পৃষ্ঠা ২০৪..

বিহারুল আনওয়ার খন্ড ২ পৃষ্ঠা ১১৭..

تبصرہ ارسال

You are replying to: .