কবি: মুক্তার হোসেন শাহ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান।
গড়েছ পাহাড়, গড়েছো নদী
আখি মোর জুড়ায় ভুবন দেখি
কী করে লিখি তোমার গুণগান
লিখিতে গিয়ে শুধুই আমি ভাবী।
তুমি মহীয়ান ,তুমি মহীয়ান ,তুমি মহীয়ান তুমি মহীয়ান।
কোথাও বরফে ঢাকা, কথাও মরুভূমি
কোথাও ঘন বন, গড়েছো সবই
তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান
জোয়ার ভাটা খেলে নদীর বুকে
লু বই ,বালু ঝড় মরুভূমিতে
সবই তো তোমার খেলা,ওগো মহীয়ান।
তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান, তুমি মহীয়ান।