۱۴ آذر ۱۴۰۳ |۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 4, 2024
দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ব্রিটেন
দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ব্রিটেন

হাওজা / এককালের সূর্যাস্ত হত না এমন সাম্রাজ্যের একি করুণ দশা ! দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ব্রিটেন !!

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, এককালের সূর্যাস্ত হত না এমন সাম্রাজ্যের একি করুণ দশা ! দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ব্রিটেন  !!

শিল্প বিপ্লবের সূতিকাগার শিল্পোন্নত উন্নত অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তির অধিকারী ব্রিটেন ভারতবর্ষের সম্পদ ( ৪৬ ট্রিলিয়ন ডলার )  লুটপাট করে এনে তা দিয়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় ব্যয় করে উন্নত প্রযুক্তির অধিকারী হয়েছে ।

 আর বিংশ শতকে ইরানের তেল সম্পদ লুটপাট করে তা ১ম ও ২য় বিশ্বযুদ্বে জার্মানি জাপান ইতালির বিরুদ্ধে বিজয়ী হয় ব্রিটেন ।

 শুধু জ্বালানী তেল সম্পদ ই নয় বরং ঐ দুই মহাযুদ্ধ চলাকালে ইউরোপীয় রণাঙ্গণে খাদ্য দ্রব্য ও রসদ পত্র ইরানের ভিতর থেকে জোর করে সংগ্রহ করে ব্রিটেন ইরানে দু দুবার মহা দুর্ভিক্ষ লাগায় যার পরিণতিতে প্রথম মহাযুদ্ধের শেষে ( ১৯১৮ - ১৯১৯ ) ৮-১০ মিলিয়ন এবং ২য় মহাযুদ্ধে ৩মিলিয়ন ইরানী মৃত্যু মুখে পতিত হয় ।  (ব্রিটেন)

 আর ২য় মহাযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালে  বাংলায় ব্রিটিশ রাজের পোড়ামাটি নীতি অবলম্বনে সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে ৩ মিলিয়ন বাঙ্গালী মৃত্যু বরণ করে ।  ইরানের পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল সম্পদ ব্রিটেন ও তার মিত্রদের হাতের মুঠোয় থাকার পর দেশটিতে তেল সহ নানা ধরণের সমস্যা কবলিত ব্রিটেন বা যুক্ত রাজ্যের এহেন দুরাবস্থা !!!

( মুহাম্মাদ মুনীর হুসাইন খান)

تبصرہ ارسال

You are replying to: .