۲۰ اردیبهشت ۱۴۰۳ |۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 9, 2024
আল্লাহর রসূলের (সা:) বানী
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (স:) বলেন: আলী হেদায়েতের ধ্বজাধারী, আমার আউলিয়া অর্থাৎ বন্ধুদের ইমাম, আমার আনুগত্যকারীদের আলোকবর্তিকা এবং সে এমন এক আদর্শ মুত্তাকীদের উচিত অপরিহার্যরূপে যার পদাঙ্কনুবর্তী হওয়া।

নবী (সা.) বলেছেন, “আল্লাহ আমার নিকট আলীকে এভাবে বর্ণনা করেছেন- আলী হেদায়েতের ধ্বজাধারী, আমার আউলিয়া অর্থাৎ বন্ধুদের ইমাম, আমার আনুগত্যকারীদের আলোকবর্তিকা এবং সে এমন এক আদর্শ মুত্তাকীদের উচিত অপরিহার্যরূপে যার পদাঙ্কনুবর্তী হওয়া।”

লক্ষ করুন এই ছয়টি সহীহ হাদীস তাঁর ইমামত ও আনুগত্যের অপরিহার্যতাকে কিরূপে সুস্পষ্ট করছে! তাঁর ওপর সালাম বর্ষিত হোক।

[ আবু নাঈম তাঁর ‘হুলইয়াতুল আউলিয়া’ গ্রন্থে আবু বারজা আসলামী এবং আনাস হতে হাদীসটি বর্ণনা করেছেন।

ইবনে আবিল হাদীদের নাহজুল বালাঘাহর ব্যাখ্যা গ্রন্থের ২য় খণ্ডের ৪৪৯ পৃষ্ঠায় ৩য় হাদীস হিসেবে এটি এসেছে।]

تبصرہ ارسال

You are replying to: .