۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
আল্লাহর রসূলের (সা:) বানী
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) বলেন, যে আলীর সঙ্গে শক্রতা পোষন করে সে আমার সঙ্গেই শক্রতা পোষন করে।

নবী (সা.) বলেছেন, “ যে ব্যক্তি আলীকে ভালবাসে সে যেন আমাকেই ভালোবেসেছে, আর যে আলীর সঙ্গে শক্রতা পোষন করে সে আমার সঙ্গেই শক্রতা পোষন করে।”

[ হাকিম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৩০ পৃষ্ঠায় হাদীসটি বর্ণনা করে বুখারী ও মুসলিমের শর্তানুসারে হাদীসটি সহীহ বলেছেন। যাহাবীও তাঁর ‘তালখিস’ গ্রন্থে হাদীসটি বর্ণনা করে বুখারী ও মুসলিমের শর্তানুসারে বিশুদ্ধ বলেছেন।]

تبصرہ ارسال

You are replying to: .