নবী (সা.) বলেছেন, “হে আলী! আমি ও তুমি ব্যতীত মসজিদে কারো অপবিত্র হওয়া জায়েজ হবে না।”
[ তিরমিযী তাঁর সহীহতে ও মুত্তাকী হিন্দী তাঁর মুনতাখাবে যেভাবে এনেছেন তা এরূপ। ইবনে হাজার আসকলানী তাঁর ‘সাওয়ায়েক’ গ্রন্থের ২য় পর্বের ৯ম অধ্যায়ে ১৩ নং হাদীসে বাযযারের সূত্রে সা’দ হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ঐ গ্রন্থের ৭৩ পৃষ্ঠায় লক্ষ্য করুন]
অনুরূপ একটি হাদীস যা তাবরানী হযরত উম্মে সালমাহ্ এবং সা’দের সূত্রে নবী (সা.) হতে বর্ণনা করেছেন, “আমি ও আলী ব্যতীত এ মসজিদে কারো অপবিত্র হওয়া বৈধ হবে না।”
[ইবনে হাজার তাঁর ‘সাওয়ায়েক’ গ্রন্থের ৯ম অধ্যায়ে চল্লিশ হাদীসের আলোচনায় ১৩ নং হাদীস হিসেবে এটি এনেছেন।]