নবী (সা.) আলীকে বলেন, “ আমার উম্মত অচিরেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে যদিও তখন তুমি আমার বিধানের ওপর জীবন যাপন করবে ও আমার সুন্নাহর ওপর মৃত্যুবরণ করবে। যে কেউ তোমাকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালবাসল আর যে তোমার সঙ্গে শক্রতা করবে সে যেন আমার সঙ্গেই শক্রতা করল। আমি দেখতে পাচ্ছি খুব নিকটেই তোমার শক্র তোমার মস্তকের রক্তে রঞ্জিত হবে।”
[ হাদীসটি হাকিম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৪৭ পৃষ্ঠায় বর্ণনা করেছেন এবং হাদীসটিকে সহীহ বলেছেন। যাহাবী তাঁর ‘তালখিস’ গ্রন্থেও হাদীসটির বিশুদ্ধতার বিষয়টি স্বীকার করেছেন।]
হজরত আলী (আ.) বলেন, “নবী (সা.) আমাকে যেসব বিষয়ে অবহিত করেন তার অন্যতম হলো এ উম্মত তাঁর পর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
[ এ হাদীসটি ও এর পরের দু’টি হাদীস হাকিম তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৪০ পৃষ্ঠায় ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন। যাহাবীও তাঁর ‘তালখিস’ গ্রন্থে হাদীস দুটি বর্ণনা করে বুখারী ও মুসলিমের শর্তানুসারে হাদীসটি সহীহ বলেছেন।]