۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
বেলজিয়ামের রাজা লিওপোল্ড
বেলজিয়ামের রাজা লিওপোল্ড

হাওজা / পাশ্চাত্য বিশেষ করে বেলজিয়াম কত পাষণ্ড , নিষ্ঠুর , নির্দয় ও নির্মম ! এমনকি এরা উপনিবেশের নিষ্পাপ শিশুদেরকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করে নি।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পাশ্চাত্য বিশেষ করে বেলজিয়াম কত পাষণ্ড , নিষ্ঠুর , নির্দয় ও নির্মম ! এমনকি এরা উপনিবেশের নিষ্পাপ শিশুদেরকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করে নি।

এরাই আবার মানবাধিকারের প্রবক্তা ও ধ্বজাধারী । বেলজিয়াম ঔপনিবেশিক শাসনামলে ১০ মিলিয়ন কৃষ্ণাঙ্গ কঙ্গোবাসীকে হত্যা করেছিল এবং বেলজীয় উপনিবেশ বাদীদের ফরমায়েশ পূর্ণ করতে ব্যর্থ হওয়া বা বেগার খাটা থেকে পলায়ন করার অপরাধে বহু অগণিত কঙ্গোবাসীর হাত পা কর্তন করে পঙ্গু করেছিল যাতে বাকিরা এ থেকে শিক্ষা নেয় ও ঔপনিবেশিক শাসকদের অনুগত থাকে।

এই ছবিটা ১৯০৮ সালের । এ ছবিতে দেখা যাচ্ছে যে বেলজিয়ামের রাজা লিওপোল্ড - ২ এর শাসনামলে কঙ্গোয় মাত্র ৭ বছরের একটি শিশুকে ফাঁসি দেওয়ার সময় বেলজীয়রা বাইবেল পড়ছে !! যেহেতু এ বালকটির পিতা বেলজীয় উপনিবেশবাদীদের আহারের জন্য গম উৎপাদনের বরাদ্দ কৃত কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছিল সেহেতু শাস্তিস্বরূপ এই হতভাগা বালকটিকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে এই শিশুহত্যাকারী গণহত্যাকারী ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী বেলজিয়াম !!!

পাশ্চাত্য ইউরোপীয় সাম্রাজ্যবাদী এবং তথাকথিত সাম্যবাদী প্রাচ্য সোভিয়েত সাম্রাজ্যবাদীদের হাতে সমগ্র দুনিয়ায় কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে ও নিহত হয়েছে । হারামী অমানুষ হিংস্র পশ্চিমাদের এ ধরনের অন্যায় , অপরাধ , অপকর্ম ও দুষ্কর্ম এখনো অব্যাহত আছে।

এখনও পশ্চিমাদের অস্থি মজ্জা ও রক্ত মাংসে ( পাশ্চাত্য) শিশু নিধনকারী বৈশিষ্ট্য বিদ্যমান । ইসরাইল লেবানন ও গাযার বিরুদ্ধে যুদ্ধগুলোতে ( ২০০৬- ২০২১ ) নির্বিচারে ও বেধড়ক বোমাবর্ষণ করে বহু অগণিত নিরীহ নারী ও শিশুকে হত্যা করেছে এবং এখনও অধিকৃত ( জবরদখলকৃত ) ফিলিস্তীনে ফিলিস্তীনীদের বিক্ষোভ মিছিল দমন কালে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে । মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৮- ২০২১পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে ড্রোন হামলা চালিয়ে হাজার হাজার আফগান ও পাকিস্তানী নারী ও শিশুকে হত্যা করেছে । আর গত বছর অগাষ্ট মাসে আফগানিস্তান ত্যাগ করার প্রাক্কালে কাবুলে ড্রোন হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একই পরিবারের ৪-৫ জন নিরীহ শিশুকে হত্যা করে ! আর যুক্তরাষ্ট্রে তো স্কুল গামী শিশুদের হত্যা এখন প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যার প্রমাণ ২৫-৫-২০২১ তাং টেক্সাসের এক স্কুলে সর্বশেষ গুলিবর্ষণের ঘটনা যাতে ১৯ জন স্কুল ছাত্র ছাত্রী সমেত ২২ জন নিহত হয়েছে । পশ্চিমাদের খাসলতের মধ্যে শিশু হত্যা ও নরহত্যা ঢুকে গেছে । আর না মরা পর্যন্ত খাসলতের ( স্বভাব চরিত্র ) পরিবর্তন হয় না !!

সুতরাংঔপনিবেশিকসাম্রাজ্যবাদী নরাধম পশুতুল্য বরং পশুর চেয়েও হীন , নীচ ও অধম এই অমানুষ পশ্চিমাদের যারা মানুষ বলে তারাও ঐ পশ্চিমাদের মতোই অমানুষ । তবে পশ্চিমা দেশগুলোয়ও ভালো মানুষ আছে যারা এর ব্যতিক্রম এবং তারা চরম সংখ্যালঘু ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

২৫-৫-২০২২

تبصرہ ارسال

You are replying to: .