হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الرِّضَا عَلَیْهِ السَّلاٰمُ : فَعَلَی مِثْلِ الْحسینؑ فَلْیَبْكِ الْبَاکُوْنَ فَاِنَّ الْبُکَاءَ عَلَیْهِ یَحُظّ الذُّنُوْبَ الْعِظَام
ইমাম রেযা (আঃ) বলেছেন : "ক্রন্দন কারীদের উচিত ইমাম হোসায়েন (আঃ)-এর মত ব্যক্তিত্বের জন্য ক্রন্দন করা। কারণ তাঁর উপর অশ্রু প্রবাহিত করলে বড় বড় পাপ ক্ষমা করা হয়।"
উল্লেখিত হাদীসে ইমাম হোসায়েন (আঃ)-এর উপর ক্রন্দনের ফজিলতের কথাও উল্লেখ করা হয়েছে। ইমাম (আঃ) বলেন : যদি অশ্রু প্রবাহিত করতে হয় তবে কেবলমাত্র হোসায়েন ইবনে আলির জন্য কর। কারণ এর মাধ্যমে মানুষের বড় বড় পাপ ক্ষমা করা হয়।