۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস সাহেব
হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস সাহেব

হাওজা/ আইয়ামে ফাতেমিয়া (সা.) সম্পর্কে বাংলা নওহা। লেখক: হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস সাহেব।

ইয়া যাহরা (সাঃআঃ) ইয়া যাহরা (সাঃআঃ)(২ বার)

ইয়া যাহরা (সাঃআঃ) ইয়া যাহরা (সাঃআঃ)(২ বার)

(১)

বাবা তোমার যাওয়ার পরে মুসলমানেরা

আগুন দিয়ে জ্বালিয়েছে দারওয়াজা তারা

আমি তোমার জননী ভুলেগেছে তারা

(২)

দেওয়াল,দারওয়াজার মাঝে পিষে গেছে যাহরা

আমার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে বাবা

মহসিন শহীদ হয়েগেছে আর কাঁদে যাহরা

(৩)

হক্ব নিতে গিয়ে ছিলাম পাপীদের দরবারে

আমার কথা শুনে তারা মুখে চড় মারে

দরবারে আমাকে কাঁদিয়েছে হায় তারা

(৪)

চারিদিকে অন্ধকার কোথায় যাবে যাহরা

যেখানে যায় সেখানে কষ্ট পায় যাহরা

নিজের বেদনা কাকে শুনাবে যাহরা

(৫)

এতো কষ্ট সহ্য করেছে বাবা যাহরা

যার কারণে হয়েগেছে মাথার চুল সাদা

বাবা আমার কষ্ট বুঝেও বুঝেনি তারা

(৬)

আলীর গলায় দড়ি বেঁধে নিয়ে যায় তারা

তখন বলি আলী কে ছেড়ে দাও তোমরা

আমার কথা শুনে আমাকে মারে তারা

(৭)

বাবা পাঁজরের ব্যাথা সয়তে পারিনা

তার উপর চাবুক দিয়ে মারে তারা

বাবা কত কষ্ট সহ্য করিবে যাহরা

(৮)

জাহিদ, কামাল দুয়া করো হাত তুলিয়া

জহুর করো যুগের ইমাম মোদের মাওলা

যাহরার মাজারে মাতম করিবো আমরা

تبصرہ ارسال

You are replying to: .