۲۸ اردیبهشت ۱۴۰۳ |۹ ذیقعدهٔ ۱۴۴۵ | May 17, 2024
ইরানে নতুন শিক্ষা বর্ষ উপলক্ষে
ইরানে নতুন শিক্ষা বর্ষ উপলক্ষে

হাওজা / সংগীতের নাম : হামশগের্দী সালাম , হামশগের্দী সালাম

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

হামশগের্দী সালাম , হামশগের্দী সালাম

হে সহপাঠী তোমাকে সালাম

আনন্দ ও উৎসাহ উদ্দীপনায় নতুন বছরের শুভ সূচনা

একই সাথে সূচিত হবে আলোর পানে অগ্রযাত্রা

নয়া শিক্ষা বর্ষ ও বিদ্যালয়ের শুরুই হচ্ছে মোদের বিকাশের শুভক্ষণ

( অঘযে মাদ্রাসে ফাসলে শেকোফতানাস্ত্ )

বিদ্যালয়ের ঘন্টা ধ্বনিতেই নিহিত মোদের উন্মেষ ও জাগরণ

( দার্ যাঙ্গে মাদ্রাসে বিদরীয়ে মানাস্ত্ )

অন্তরে আছে মোদের আশা আর মুখে আছে এ পয়গাম ( বার্তা )

(দার্ দেল্ দরাম্ ওমীদ্ , বার্ লাব্ দরাম্ পায়ম্)

হে সহপাঠী তোমাকে সালাম

হে সহপাঠী তোমাকে সালাম

( হাম্ শগের্দী সালাম, হাম শগের্দী সালাম )

আমাদের পাশে হে শ্রদ্ধেয় শিক্ষক

( এই দার্ কেনরে ম , অমূযেগরে ম )

যেন তুমি জ্বলন্ত প্রদীপ আমাদের শৈশব ও কৈশরে

(চূন্ শাম্'য়ে রৌশানি, দার্ রুযেগরে ম )

তোমার (বিদ্যার )আলোয় আলোকিত আমাদের অন্তর ও প্রাণ

(রৌশান যে নুরে থোস্ত্ কশনেয়ে দেলাম্)

আমার জীবনে করছ তুমি সমস্যার সমাধান

(দার্ যেন্দেগী থোঈ, হাল্ললে মোশকেলাম্)

চেতনা ও বাণীর ঐক্য সমেত সহযাত্রী ও সহমর্মি মোরা

( হামরহো হাম্দেলীম্ ব ভাহদাতে কালম্)

তোমার তরে সদা নিবেদিত মোদের ভক্তি ও শ্রদ্ধা

( শয়াস্থ্যাত্ বোভাদ্ হামরহে এহথেরম্)

মহান স্রষ্টার দয়ায় মোদের ভবিষ্যত সদা দীপ্তিমান

( ফার্দ য়ে রৌশানাস্ত্ দার্ কূশেশে মোদম্ )

তোমার প্রতি আমাদের সাদর সম্ভাষণ ও সালাম

(আয ম তো র দোরূদ্ , আয্ ম তো র সালম্ )

পূর্ব দিগন্তে উদিত হয়েছে মিহির

( মেহর আয্ ওফোক্ব্ দামীদ্ ফাসলে দেগার রাসীদ্ )

নতুন দিনের শুভ আগমনে দূরীভূত তমসা - তিমির

শিক্ষা ও পাঠ গ্রহণের মৌসুম আমাদের দিচ্ছে শুভ বার্তা

( ফাসলে ক্লসো দার্স্ ম র মী দাহাদ্ নাভীদ্ )

সমাগত বিদ্যার্জনের মূহূর্ত , সমাগত প্রাণচাঞ্চল্য ও চেষ্টা -সাধনা

(শোদ্ রুযে কাসবে এল্ম্, রুযে তা -ল -শো কর্ )

বিদ্যা ও জ্ঞান যে দেবে আমাদের প্রজন্মকে সুনাম , যশ ও সম্মান

( দনেশ্ বে নাসলে ম মী বাখশাদ্ এ'তেবর্)

হে উপায় উদ্ভাবনী প্রজন্ম অনাগত ভবিষ্যৎ যে তোমাদের তরেই সদা অপেক্ষমান

(ফার্দ আয্ অনে থোস্ত্ এই নাসলে চরেসয্)

মহান আল্লাহর মদদ নিয়ে কর নিজ ভবিষ্যত বিনির্মাণ

( ব ইয়রীয়ে খোদা অয়ান্দে র বেসয্ )

হে বসন্ত প্রেমিক নয়া উদ্দীপনায় ভরপুর তুমি

(এই অশেক্বে বাহর্...)

এখনই তো কাজের মৌসুম ও চেষ্টা -সাধনার সময়কাল

( ফাসলে আমাল্ বে কর্ .... )

হে সহপাঠী তোমাকে সালাম

হে সহপাঠী তোমাকে সালাম

( হাম্ শগের্দী সালাম , হাম্ শগের্দী সালাম )

تبصرہ ارسال

You are replying to: .