হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-গাইবা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম সাদিক (আ:) বলেছেন:
مَن سَرَّهُ أنْ يَكونَ مِن أصحابِ القائِمِ فَليَنتَظِر وَ لْيَعَمل بِالوَرَعِ
যে ব্যক্তি ইমাম মাহদী (আ:)-এর সাথীদের অন্তর্ভুক্ত হতে চায়, সে যেন ইমামের অপেক্ষায় তাকওয়া অবলম্বন করে।
(আল-গাইবাহ, নু'মানী: পৃ. ২০০)