হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, এই হাদিসটি ‘আমালি সাদুক’ বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
আল্লাহর রসূল (সা.) বলেছেন:
يَوْمَ غَدِيرِ خُمٍّ أَفْضَلُ أَعْيَادِ أُمَّتِي وَ هُوَ الْيَوْمُ الَّذِي أَمَرَنِي اللَّهُ تَعَالَى ذِكْرُهُ فِيهِ بِنَصْبِ أَخِي عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ع عَلَماً لِأُمَّتِي يَهْتَدُونَ بِهِ مِنْ بَعْدِي وَ هُوَ الْيَوْمُ الَّذِي أَكْمَلَ اللَّهُ فِيهِ الدِّينَ وَ أَتَمَّ عَلَى أُمَّتِي فِيهِ النِّعْمَةَ وَ رَضِيَ لَهُمُ الْإِسْلَامَ دِيناً۔
গাদীর হল আমার উম্মতের জন্য শ্রেষ্ঠ ঈদের একটি এবং সেই দিন যেদিন মহান আল্লাহ আমাকে আমার ভাই আলী ইবনে আবি তালিব (আ.) কে আমার উম্মতের নেতা করার নির্দেশ দিয়েছিলেন যাতে আমার পরে আমার উম্মত তাকে অনুসরণ করে। এই দিনে আল্লাহ তাআলা আমার উম্মত ও ইসলামকে সর্বোত্তম ও প্রিয় দ্বীন হিসেবে পূর্ণাঙ্গ ও বরকত ঘোষণা করেছেন।
(আমালী সাদূক, পৃঃ ১২৫, হা. ৮)