۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

হাওজা / কমলা হ্যারিস গাজার একটি স্কুল ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

প্রতিবেদক: রাসেল আহমেদ রিজভী

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজার একটি স্কুল ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। অ্যারিজোনার ফিনিক্সে এক নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস বলেন,“বেসামরিক লোকদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

শনিবার (১০ আগস্ট) বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে এ বিমান হামলা হয়। হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিবিসি-কে জানিয়েছেন আল-আহলি হাসপাতালের পরিচালক ফাদল নাঈম।

তিনি বলেন, এই হামলায় ৭০ জন নিহতকে শনাক্ত করা হয়েছে। আরও অনেকের দেহাবশেষ এতটাই বিকৃত হয়ে গেছে যে, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র, মিশর, কাতারের যৌথ উদ্যোগে হামাস ও ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধবিরতীর চেষ্টা চালাচ্ছিল তখনই ভয়াবহ এ হামলার ঘটনা ঘটল। স্কুলে বেসামরিক নাগরিকদের উপর হামলার সমালোচনা করেছে পশ্চিমা ও আরব দেশগুলো।

জাতিসংঘের মতে, গাজার ৫৬৪ টি স্কুল ভবনের মধ্যে ৪৭৭টিই ইহুদিবাদী দখলদার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইহুদিবাদী ইসরায়েলের দাবি, হামাস বেসামরিক অবকাঠামো হামলার পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করছে এবং সে কারণেই তারা আন্তর্জাতিক আইনের অধীনে হাসপাতাল এবং স্কুলগুলিকে লক্ষ্যবস্তু করছে। হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট বলেন, ইসরায়েলকে অবশ্যই বেসামরিক ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে।

تبصرہ ارسال

You are replying to: .