হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হোসাইন (আ.)-এর চেহলুম বা আরবাইন উপলক্ষে উপলক্ষে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা জেলার কোমরপুরের কাদেরিয়া জামে (সুন্নি) মসজিদে শোক ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই শোক ও আলোচনা অনুষ্ঠানে প্রায় প্রতিবছরের ন্যায় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের শিয়া মাজহাবের সুপরিচিত আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব আলী নওয়াজ খান সাহেব।
উক্ত শোক মজলিসের সার্বিক তত্বাবধান করেছেন কোমরপুর কাদেরিয়া জামে মসজিদ কর্তৃপক্ষ!