হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন (আ.) বলেছেন:
و اتَّعِظوا بِمَن كانَ قَبلَكُم قَبلَ أن يَتَّعِظَ بِكُم مَن بَعدَكُم
আপনার পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিন। পরবর্তীরা আপনার পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আগে।
(নাহজুল-বালাগা: খুতবা নং ৩২)