হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদীবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর রেডিওর বরাত দিয়ে অবৈধ রাষ্ট্রের গণমাধ্যম ইসরায়েল হিউম এবং দৈনিক হারেৎজ একযোগে রিপোর্ট করেছে যে, ইরানের উপর ইসরায়েলের আক্রমণ হবে ব্যাপক ও গুরুতর! গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দখলদার সেনাবাহিনী ইরানের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই হামলা হবে প্রত্যাশার চেয়েও বেশি ভয়ানক। ইরানের পরমাণু স্থাপনা ও জ্বালানি উৎসগুলো ইহুদীবাদী ইসরায়েলের এই হামলার টার্গেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতিমধ্যেই ইসরায়েলকে ইরানে হামলার সবুজ সংকেত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদীবাদীদের দোসর অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো।
এদিকে, ইরানে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েল নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি’র ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব।
আল-মায়াদিনকে দেয়া অপর সাক্ষাৎকারে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ‘ভয়ানক ও ধ্বংসাত্মক জবাব’ দেয়া হবে। আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেয়ার প্রস্তুতি নিয়েছি। ইসরায়েল যেকোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দেবে।