লেখা: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মানবজাতির জন্য আল্লাহ কেবলা নির্দ্ধারণ করে থাকেন ৷ সেই লক্ষে বায়তুল মুক্কাদশ হল প্রথম কেবলা ও কাবা হলো দ্বিতীয় কেবলা ৷
আল্লাহর পক্ষ হতে পৃথিবীতে দুটি কেবলা আছে, আর আল্লাহর বিপরীতে পৃথিবীতে দুটি সম্প্রদায়ও আছে, তারা হলোঃ ইহুদী সম্প্রদায় ও খ্রীষ্টান সম্প্রদায়৷
ইতিহাস বলছে, - হযরত মুহাম্মাদ (সঃ) দুনিয়াতে আসার ৫০ বছর পূর্বে খ্রীষ্টান সম্প্রদায় মানবজাতির দ্বিতীয় কেবলা অর্থাৎ কাবা'র বে-হুরমতি করার জন্য হাতি চড়ে এসেছিল মক্কা শহরে৷ আল্লাহপাক তাঁর কেবলা'র মর্যাদার লক্ষে আবাবিল অর্থাৎ ছোটো ছোটো পাখি পাঠিয়ে হস্তিবাহিনী খ্রীষ্টান সম্প্রদায় ধ্বংস করে দিয়েছেন৷
বর্তমানে ইহুদী সম্প্রদায়, মানবজাতির প্রথম কেবলা বায়তুল মুক্কাদশের বেহুরমতি'র কাজে নেমেছে৷ অল্লাহপাক পূর্বের ন্যায় আবাবিলের ন্যায় প্রথম কেবলার মর্যাদার রক্ষার লক্ষে বিশ্বের বুকে কিছু সংগঠন'কে রেড়ি করে রেখেছেন, সেই সংগঠন হলঃ হামাস, হুতি, হিজবুল্লাহ, আই.আর.জি.সি, ইরাকের সংগঠন ও রিসিয়ার সংগঠন৷
আমেরিকা, ইজরাঈল, বৃটেন, জর্মানসহ তুর্কি, আলে সৌদ, জর্ডনসহ ন্যাটোর মত সামরিক শক্তিধর গোটা বিশ্বকে নাকানি চুবানি খাওয়াচ্ছে আবাবিলের মত কয়েকটি সংগঠন৷
— এজন্য সুরা ফিল পড়া দরকার ৷ তাহলে যারা হাফেজ বা ক্বারী, তারা যে এত সুর করে কোরআন পড়ে শোনাচ্ছেন — তারা এ থেকে কি বুঝলো ??
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।