۱۲ آذر ۱۴۰۳ |۳۰ جمادی‌الاول ۱۴۴۶ | Dec 2, 2024
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন

হাওজা / মোশে ইয়ালন গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের অভিযোগে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। রবিবার (১ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গাজায় যা ঘটছে এবং আমাদের থেকে যা লুকানো হচ্ছে, তা নিয়ে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। দিনশেষে সেখানে যুদ্ধাপরাধ ঘটছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে ইয়ালন অভিযোগ করেন, তারা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপন করতে চাইছেন।

ইসরায়েলের বর্তমান পরিকল্পনা সম্পর্কে ইয়ালন বলেন, ‘তারা অঞ্চল দখল করতে, সংযুক্ত করতে এবং আরবদের নির্মূল করতে চাইছে।’

ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী ইটজাক গোল্ডকনোপ গাজা সীমান্ত পরিদর্শনকালে পুনরায় বসতি স্থাপনের পরিকল্পনা সমর্থন করেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখলকৃত ভূমিতে নির্মিত বসতিগুলোকে অবৈধ হিসেবে দেখে এবং এগুলোকে শান্তির জন্য বাধা হিসেবে বিবেচনা করে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন।

ইয়ালনের এমন মন্তব্য সরকারের কট্টরপন্থিদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া পেয়েছে।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ইয়ালনের মন্তব্যকে ‘মিথ্যা ও কুৎসা’ বলে অভিহিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, ‘ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়। ইয়ালন তার বক্তব্যের ক্ষতি বুঝতে পারছেন না।’

গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘাতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

تبصرہ ارسال

You are replying to: .