۱۵ آذر ۱۴۰۳ |۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 5, 2024
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

হাওজা / নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ তাঁদের।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তুরস্কে সরকারের সমালোচনা করায় ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তাঁরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ তাঁদের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে ‘জাহাজে করে গাজায় বোমা যাচ্ছে’ ও ‘গণহত্যায় মদদ দেওয়া বন্ধ করো’ এমন স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, সরকার ফিলিস্তিনের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

পুলিশ এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান করার এবং বেআইনিভাবে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা। প্রধান বিরোধীদলীয় রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল আটকের বিষয়টিকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন।

ওজেল বলেন, ‘এরদোয়ানের সমালোচনা করায় নয়জনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত প্রমাণ করে যে আমাদের দেশের গণতন্ত্র গুরুতর পরিস্থিতির মধ্যে পড়েছে। ওই তরুণরা তাদের স্বাধীন মত প্রকাশ করেছে, অবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত বলে মনে করি।’

تبصرہ ارسال

You are replying to: .