হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা, সিরিয়ায় সন্ত্রাসীদের সাম্প্রতিক তৎপরতা ও বিদ্রোহীদের প্রতি তুরস্কের পৃষ্ঠপোষকতার কথা উল্লেখ করে বলেছেন, দুর্ভাগ্যবশত তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হাতের পুতুল হয়ে গেছে।
ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সিরিয়ার সাম্প্রতিক অস্থিরতায় তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, তুর্কি জনগণ ধর্মপ্রাণ মুসলমান এবং তাদের মাঝে উগ্রতা কিংবা কট্টর চিন্তা নেই। বিভিন্ন দেশে ইসলামের মহান সেবা করার ইতিহাস তাদের রয়েছে। তাদের হিসাব-নিকাশ সম্পূর্ণ আলাদা।
তিনি আরও বলেন, আমরা আশা করছিলাম গোয়েন্দা এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, এ ধরনের সমস্যার সমাধান করবেন।
ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের দীর্ঘ ইতিহাস এবং বিশিষ্ট মনীষী ও অধ্যাত্মবাদীদের দেশ তুরস্ক আমেরিকা ও ইহুদিবাদীদের খোঁড়া গর্তে পড়ে যাবে,ভাবিনি।
বেলায়েতি সিরিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে পশ্চিমা মিডিয়া অপারেটর এবং আন্তর্জাতিক শক্তিগুলোর পূর্ব পরিকল্পিত পদক্ষেপ বলে মনে করেন। তিনি বলেন, তারা সত্যকে বিকৃত করছে। এর আগে তারা পশ্চিমা জনমতের কাছে এই তথ্য দিয়েছে যে লেবানন যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল জিতেছে। এখন আবার দাবি করছে, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী 'তাহরির আশ-শাম' শীঘ্রই বাশার আল-আসাদের বৈধ সরকারের পতন ঘটাবে।
আন্তর্জাতিক বিষয়ে ইসলামী বিপ্লবের নেতার উপদেষ্টা বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এ অঞ্চলের আরব- অনারব সকল দেশের জানা উচিত-ইরান শেষ পর্যন্ত সিরিয়া সরকারকে সমর্থন করে যাবে।