হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস নাসরুদ দার পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
ইমাম হোসাইন (আ:) বলেন:
اعْلَمُوا أَنَّ حَوَائِجَ النَّاسِ إِلَيْكُمْ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيْكُمْ فَلَا تَمَلُّوا النِّعَمَ فَتَحُورَ نِقَما.
তোমরা জেনে রাখ, তোমাদের প্রতি মানুষের মুখাপেক্ষীতা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর একটি নিয়ামত। অতএব তোমরা আল্লাহর এই নিয়ামতের ক্ষেত্রে ক্লান্তি বোধ করো না।
(নাসরুদ দার, ১/৩৩৪)
অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন