۱۹ آذر ۱۴۰۳ |۷ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 9, 2024
গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো ইজরাঈল !!
ইজরাঈল খালি হাতে ফিরছে গাজা থেকে, হামাস ও হিজবুল্লাহর কাছে সম্পূর্ণ ভাবে ইজরাঈল পরাজিত ৷ 

হাওজা / ইজরাঈল খালি হাতে ফিরছে গাজা থেকে, হামাস ও হিজবুল্লাহর কাছে সম্পূর্ণ ভাবে ইজরাঈল পরাজিত ৷ 

রির্পোটঃ মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তিনদিন পূর্বে ইজরাঈল ঘোষণা দিয়েছিল লেবানন থেকে নিজদের গুটিয়ে নেবে৷ এ প্রসঙ্গে সাংবাদিক মহল রির্পোটে বলেছিলেনঃ 2006 সালের মত 2024 সালেও ইজরাঈল লেবানন থেকে খালি হাতে ফিরছে৷ শেষ চেষ্টা করেও ইজরাঈল তার জায়োনিজম প্রতিষ্টায় কামিয়াব হতে পারেনি৷

এবার ইজরাঈল খালি হাতে ফিরছে গাজা থেকে, হামাস ও হিজবুল্লাহর কাছে সম্পূর্ণ ভাবে ইজরাঈল পরাজিত ৷

এখন প্রশ্ন হলো কেন ইজরাঈল পিছু হাটছে ??

এই প্রশ্নের মূল কারণ দুটিঃ
(১) ইজরাঈল সেনা একদিকে যেমন যুদ্ধে মারা যাচ্ছে, অন্যদিকে ইজরাঈল সেনা প্রতি মুহুর্তে আত্মাহত্যা করছে৷
এমন কি ইজরাঈলের দেশের সাধারন নাগরিক বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে৷
(২) আমেরিকার দুমখি নীতি ইজরাঈলকে ভিতর থেকে সম্পূর্ণ নিরাশা করে দিয়েছে৷ আমেরিকার ইজরাঈলের হয়ে যুদ্ধ করার নামে ভন্ডামী করেছে৷
—তাই ইজরাঈল গাজা ও লেবানন থেকে আপাতত যুদ্ধ প্রত্যাহার করেছে৷
2024 সালেও আপাতত ইজরাঈল ফিরছে খালি হাতে৷

تبصرہ ارسال

You are replying to: .