হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী এক বার্তায় লেবানন ও ফিলিস্তিনিদের সাহায্যের আহবান জানিয়ে বলেছেন, “লেবানন ও হিজবুল্লাহর জনগণের পাশে গর্বের সাথে দাঁড়ানো এবং দখলদার, নিপীড়ক ও খবিস ইসরায়েলের মোকাবিলায় তাদের সাহায্য করা সকল মুসলমানের জন্য ফরজ।”
ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সমর্থন করার প্রয়োজনীয়তার বিষয়ে গত মাসে বিপ্লবের নেতার এই বার্তার পর ‘সহানুভূতিশীল ইরান’ শিরোনামে প্রচারণায় ইরানি জনগণ ফিলিস্তিন ও লেবাননের মানুষের সহযোগিতায় ব্যাপকভাবে যোগ দিয়েছে।
ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সমর্থন করার জন্য “আদম সন্তান একে অপরের জন্য” -এই স্লোগান নিয়ে চতুর্থবারের মতো সহানুভূতিশীল প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই প্রচারণা ৩টি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে নগদ এবং নগদ বহির্ভূত শত শত কোটি তুমান সংগ্রহ করা হয়েছিল। এবার চতুর্থ পর্যায়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সাহায্য করার জন্য ইরানি নারীরা নিজেদের শখের প্রিয় গয়নাগাঁটিও দান করেছেন।