۱۹ آذر ۱۴۰۳ |۷ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 9, 2024
ইসরায়েলি হামলায় মোট  ১৮০ সাংবাদিক  নিহত।
ইসরাইল গাযায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১৮০ জন সাংবাদিককে হত্যা করেছে।

হাওজা / আগ্রাসী হানাদার দখলদার ইসরাইল গাযায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১৮০ জন সাংবাদিককে হত্যা করেছে।

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আগ্রাসী হানাদার দখলদার ইসরাইল গাযায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১৮০ জন সাংবাদিককে হত্যা করেছে।

এ খবর সংক্রান্ত কিছু কথা :
ইসরাইল সব ধরণের অপরাধে অপরাধী হওয়ার পাশাপাশি সাংবাদিক হত্যাকারীও বটে !! (সাংবাদিক)
পাশ্চাত্যে প্রকৃত বাক স্বাধীনতা , প্রেস ফ্রিডম , সংবাদ মাধ্যমের স্বাধীনতা , মুক্ত অবাধ বস্তু নিষ্ঠ সাংবাদিকতা আছে কি ? এগুলোয় আসলে পশ্চিমারা বিশ্বাস করে কি ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোটা সময়কাল জুড়ে ১৮০ জন সাংবাদিকের চেয়েও অনেক কম সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিল । সাংবাদিক হত্যায় হিটলারকেও ছাড়িয়ে গেছে ইসরাইল এবং ইসরাইল হিটলারেরও মুখোজ্জ্বল করেছে !!! মোটে ৬৯ জন সাংবাদিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হয়েছিলেন এবং ভিয়েতনাম যুদ্বে ৬৩ জন । ১৮০ জন সাংবাদিক হত্যাকারী ইসরাইলের সর্বাত্মক সাহায্য , সহযোগিতা ও সমর্থনকারী পাশ্চাত্যও ইসরাইলের বাকি সকল অপরাধ সহ এই সাংবাদিক হত্যার অপরাধেও ইসরাইলের মতোই এক সমান অপরাধী বরং ইসরাইলের চাইতেও আরও অধিক অপরাধী। ইসরাইল হলো পশ্চিমাদের পাগলা ক্ষ্যাপা কুত্তা এবং এই ক্ষ্যাপা পাগলা কুত্তাকে না আটকিয়ে ও বধ না করে বরং নিরীহ ফিলিস্তিনী ও গাযাবাসীদেরকে হত্যা করতে লেলিয়ে দিয়েছে এবং এই ক্ষ্যাপা পাগলা জলাতঙ্ক রোগে আক্রান্ত এই কুত্তা পশ্চিমাদের উদ্দাত্ত পৃষ্ঠপোষকতা , সাহায্য ও সমর্থন পেয়ে ৪৩ হাজারের অধিক গাযাবাসীকে হত্যা করেছে যাদের অধিকাংশই শিশু ও নারী, ১০০০০০ এর অধিক গাযাবাসীকে আহত করেছে যাদের অধিকাংশই শিশু ও নারী এবং হাজার হাজার গাযাবাসী গায়েব ও নিখোঁজ যাদের অধিকাংশই শিশু ও নারী এবং মানবতাবিরোধী এই অন্যায়কারী ও অপরাধী এবং পশ্চিমাদের ক্ষ্যাপা পাগলা জলাতঙ্ক রোগাক্রান্ত কুত্তা ইসরাইলকে সাহায্য, সহযোগিতা ও সমর্থন করার অপরাধে অপরাধী পাশ্চাত্য ( পশ্চিমা দেশগুলো) কোন্ মুখে মানবতা , বাক স্বাধীনতা , মানবাধিকার , প্রেস ফ্রিডম , সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মুক্ত অবাধ সাংবাদিকতা , গণতন্ত্র ইত্যাদির বুলি আওড়াতে পারবে না । পশ্চিমারা আসলেই মানবতা বিরোধী ও মানবতার শত্রু।

تبصرہ ارسال

You are replying to: .