হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলাম মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন বিধান। কুরআন ও হাদীসে মানুষের জীবনযাপনের সকল নিয়ম-নীতির বিশদ নির্দেশনা রয়েছে। মানুষের সাথে মানুষের আচার-আচরণ, সম্পর্ক কেমন হওয়া উচিত, সেই বিষয়েও সুন্দর ও সুদূরপ্রসারী নির্দেশনা রয়েছে।
আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
خَالِطُوا النَّاسَ مُخَالَطَهً إِنْ مُتُّمْ مَعَهَا بَكَوْا عَلَيْكُمْ وَ إِنْ عِشْتُمْ حَنُّوا إِلَيْكُمْ.
মানুষের মাঝে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি মারা গেলে- তারা তোমার জন্য কাঁদবে, আর জীবিত থাকলে তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আকুল থাকবে।
[নাহজুল বালাগা, হিকমত- ১০]
আল্লাহ সুবহানাহু আমাদের পরিপূর্ণ মুসলিম হিসেবে কবুল করুক।