۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
ইমাম হোসায়েন (আলাই হিস সালাম)
ইমাম হোসায়েন (আলাই হিস সালাম)

হাওজা / রাসুল (সাঃ) নিজের চোখে দেখলেন ! আহলে সুন্নাতের বিখ্যাত হাদিস সমূহে এসেছে –

হাওজা নিউজ বাংলা এজেন্সির রিপোর্ট অনুযায়ী, তিরমিযী সহীহ সূত্রে বর্ণনা করেছেন যে , “উম্মুল মুমেনিন হযরত উম্মে সালামা (রাঃ) বলেন , আমি দশই মহররম রাসুলকে (সাঃ) স্বপ্নে দেখেছি যে , খালি মাথা , খালি পা , তাঁর মস্তকে ও দাড়িতে ধুলি মাটি লেগে রয়েছে ।

এই অবস্থা দেখে আমি তাঁকে বললাম , হে আল্লাহর রাসুল (সাঃ) ! আপনার এরকম অবস্থা কেন ?  কি হয়েছে আপনার ?

অশ্রুসিক্ত নয়নে রাসুল (সাঃ) , আমি এক্ষুনি হোসাইনের শাহাদতবরণ নিজের চোখে দেখে এসেছি !"

সূত্র - তিরমিযী, খন্ড - ২, পৃষ্ঠা - ২১৮ / তিরমিযী ,খন্ড - ৬ হাদিস নম্বর - ৩৭৭১ (ইসলামিক ফাউন্ডেশন) / মুস্তাদরাক আল সাহীহাইন , ৪র্থ খন্ড, পৃষ্ঠা -  ১৯ ।

ইমাম আহমদ , আফফান ----- ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন । আমি একবার রাসূলকে (সাঃ) স্বপ্নযোগে দেখতে পাই । দেখলাম যে , তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে ধূলিময় এলোকেশে শুয়ে আছেন । তাঁর হাতে রক্তভর্তি একটি বোতল ।

আমি জিজ্ঞেস করলাম , ইয়া রাসূলুল্লাহ ! আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক , এটা কি ?

রাসুল (সাঃ) বললেন , হোসাইন ও তাঁর সাথীদের রক্ত , আমি আজই এটা সংগ্রহ করেছি ।

রাবী বলেন , আমরা ঐ দিন তারিখ হিসেব করে দেখেছি , তিনি ঐ দিনেই নিহত হন ।

সূত্র - আল-বিদায়া ওয়ান নিহায়া - খন্ড - ৬ পৃষ্ঠা - ৩৪৩ (ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন) ।

লেখা: শাকিল আহমেদ

تبصرہ ارسال

You are replying to: .