۷ اردیبهشت ۱۴۰۳ |۱۷ شوال ۱۴۴۵ | Apr 26, 2024
'শবে-বরাত'
শবে-বরাত

হাওজা / একটি প্রশ্নকে শিরোনাম করেই আজকের আলোচনা ৷ সেই প্রশ্নটি হলোঃ "কেন 'শবে-বরাত' বিষয়টিকে বেদাত বলা হচ্ছে ??

মুস্তাক আহমদ (সত্যের পথে পত্রিকা)

একটি প্রশ্নকে শিরোনাম করেই আজকের আলোচনা ৷ সেই প্রশ্নটি হলোঃ "কেন 'শবে-বরাত' বিষয়টিকে বেদাত বলা হচ্ছে ??

এর একটি কোরআনিক ব্যাখ্যা আছে ৷ ...যা গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছু নই ৷

আচ্ছা ! আজকের মূল আলোচনা শুরুর পূর্বে এটা জানা উচিত 'শবে-বরাত' বিষয়টি কি ??

মূলত 'শবে-বরাত' বিষয়টি হলোঃ আমাদের যুগের ইমাম হযরত মাহদী (আঃ)-এর শুভ-জন্ম দিবস, খুশি প্রকাশ ও সেই খুশির বহিঃপ্রকাশের জন্য আল্লাহর এবাদত পালন ৷

আর এ জন্যই শয়তান তার ধর্মীয় বেঁড়াজালে 'শবে-বরাত' বিষয়টিকে বেদাত আখ্যা দিয়ে এটাকে জনমানষ থেকে আড়াল করতে চায় ৷

এখন কেউ যদি প্রশ্ন করেঃ "ইমাম মাহদী (আঃ)-এর জন্মদিবস সংক্রান্ত বিষয়টিকে আড়াল করার কেন অপপ্রচেষ্টা ??"

এই প্রশ্ন জবাব হলঃ সরাসরি আল কোরআন ৷ সুরা শূরার ২৩ নাম্বার আয়াতে আল্লাহর নির্দেশে নবীপাক (সঃ) তাঁর আহলে বাইতের 'মুয়াদ্দাত'কে দ্বীন বিনিময়ের একমাত্র (আজর) মাধ্যম রেখে গেছেন ৷

আর আপনারা জানেন নবী (সঃ)-এর আহলে বাইতের মধ্যে ইমাম মাহদী (আঃ)ও অবশ্যই আছেন ৷ তাঁকে ভালোবাসা বা প্রেম নিবেদন করা বা মুয়াদ্দাত করা ফরজ ৷ কোরআন বলছে ফরজ ৷

তাই ইমাম মাহদী (আঃ)-এর আগমণী দিবসটি মুমিনদের জন্য খুশি প্রকাশের দিন ৷ আনন্দ করা এবাদত করা মিষ্টিমুখ করা ও করানো মুয়াদ্দাতের লক্ষণ ৷

আর এখানেই শয়তানের যত কারসাজি ৷ যে বিষয়েই নবীপাক (সঃ)-এর আহলে বাইতের গভীর সম্পর্ক, সেই বিষয়টিকে শয়তান সু কৌশলে বেদাত বলে আড়াল করতে বদ্ধ পরিকর ৷

যেমন কয়েকটি উদাহরণ দিলে সহজে বুঝতে সক্ষম হবেন ৷

উদাহরণ গুলি নিম্মরূপঃ

(১) বিদায় হজের গাদীরে খুমের বিষয়টি আড়াল করা হয়েছে ৷ এখন কোন প্রচার প্রসার নেই ৷ গাদীরের বিষয়টিতে যেহেতু হযরত আলী আঃ দ্বীন "মওলা" হওয়া লুকিয়ে আছে বা হযরত আলী আঃএর বেলায়ত লুকিয়ে আছে, তাই এই বিষয়টিকে সম্পূর্ণভাবে আড়াল করে দিয়েছে ৷

(২) এমন ভাবে মোবাহেলার বিষয়টিকেও সম্পূর্ণ ভাবে আড়াল করা হয়েছে ৷

(৩) চাদরের হাদিসকেও সম্পূর্ণভাবে আড়াল করা হয়েছে ৷

এ রকম হাজার হাজার বিষয় আছে, যা আড়াল করা হয়েছে ও আজও রীতিমত করা হচ্ছে ৷ তারমধ্যে শবে-বরাতও এমনই একটি বিষয় ৷

শয়তানের পক্ষ্য হতে ....এই শবে-বরাত বিষয়টিকে বেদাত বলা হয় তার মূল কারন হলঃ সুরা শূরার ২৩ নাম্বারের আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর নির্দেশকে সু কৌশলে বর্জন করা ৷ ....এটা শয়তানের কাজ ৷

কেন শত চেষ্টা করে শবে-বরাত বিষয়টিকে তুলে দেবার প্রচেষ্টা চালানো হচ্ছে ??

নবীপাক (সঃ)-এর পবিত্র আহলে বাইতের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে আড়াল করা হয়েছে ৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .