۸ اردیبهشت ۱۴۰۳ |۱۸ شوال ۱۴۴۵ | Apr 27, 2024
n
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম সাজ্জাদ (আঃ) বলেন : যখনই হযরত ফতেমা যাহরা (সাঃআঃ)-এর সন্তানদের শাহাদাতের কথা আমার স্মরণ হয়, তখনই আমার চোখ দিয়ে অশ্রুজল প্রবাহিত হয়।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ السَّجَّادُ عَلَیْهِ السَّلاٰمُ : اِنِّی لَمْ اَذْکُرْ مَصْرَعَ بَنِیْ فَاطِمَةَ اِلَّا خَنَقَتَنِیْ لِذٰلِكَ عَبْرَة

ইমাম সাজ্জাদ (আঃ) বলেন : "যখনই হযরত ফতেমা যাহরা (সাঃআঃ)-এর সন্তানদের শাহাদাতের কথা আমার স্মরণ হয়, তখনই আমার চোখ দিয়ে অশ্রুজল প্রবাহিত হয়।"

উল্লেখিত হাদীসে সমস্ত আহলেবায়েত (আঃ)-এর শোকে অশ্রু ঝরানোর কথা উল্লেখ করা হয়েছে। ইমাম (আঃ) বলেন : যখনই আমি হযরত ফতেমা যাহরা (সাঃআঃ)-এর সন্তানদের মধ্যে কোন একজনের শাহাদাতের কথা স্মরণ করি তখনই আমার চোখ থেকে অশ্রু বর্ষিত হয়। আমাদের জন্য কেবল কারবালার শোক'ই সীমাবদ্ধ নয় বরং ইমাম আলি (আঃ)-কে কুফার মসজিদে শহীদ করা হয় এবং ইমাম হাসান (আঃ)-কে বিষ দ্বারা শহীদ করা হয়। এছাড়াও আমাদের প্রত্যেকই ইমাম বিষ দ্বারা অথবা তরবারি দ্বারা শহীদ হয়েছেন।

تبصرہ ارسال

You are replying to: .