۱۸ شهریور ۱۴۰۳ |۴ ربیع‌الاول ۱۴۴۶ | Sep 8, 2024
লোহার মত অন্তর সমূহেও জং ধরে
লোহার মত অন্তর সমূহেও জং ধরে

হাওজা / যেমন ভাবে লোহায় জং ধরে ঠিক তেমনি অন্তর সমূহেও জং ধরে ।

অনুবাদ: মুহাম্মদ মুনির হোসেন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মহানবী (সা) বলেছেন: যেমন ভাবে লোহায় জং ধরে ঠিক তেমনি অন্তর সমূহেও জং ধরে ।

دلها هم زنگار می گیرد آنچنان که آهن زنگ می زند.

তখন তাঁকে জিজ্ঞেস করা হল : কিভাবে জং ধরা অন্তর ( দিল ) স্বচ্ছ ( পরিস্কার ও জং মুক্ত) হতে পারে ?

پرسیدند : چگونه دل جلا می گیرد؟

তিনি (সা ) বললেন : পবিত্র কুরআন তিলাওয়াত ও মৃত্যুর কথা স্মরণ ও চিন্তা করার মাধ্যমে।

(নাহজুল ফাসাহা, পৃ : ১৮৯)

ইমাম হুসাইন ( আ ) :

যা তোমাদের সম্মান ও মর্যাদা হানি ও খাটো করে ( কমিয়ে দেয় ) তা তোমরা মুখেও উচ্চারণ করো না ও বলো না।

সূত্র : জালাউল 'উয়ূন্ , খ : ২ , পৃ : ২০৫

لاَ تَقُولُوا بِاَلْسِنَتِكُمْ مَا يَنْقُصُ عَنْ قَدْرِكُمْ

تبصرہ ارسال

You are replying to: .