۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
উম্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরার ফাযায়েল
উম্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরার ফাযায়েল

হাওজা / হযরত রাসূলুল্লাহর ( সা ) সর্বশ্রেষ্ঠ স্ত্রী এবং সর্বশ্রেষ্ট উম্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালামের ফাযায়েল।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিসমিল্লাহির রাহমানির রাহিম

হযরত রাসূলুল্লাহর ( সা ) সর্বশ্রেষ্ঠ স্ত্রী এবং সর্বশ্রেষ্ট উম্মুল মু'মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালামের ফাযায়েল ( মহৎ ও শ্রেষ্ঠত্ব ব্যঞ্জক চারিত্রিক গুণাবলী ) :

হযরত রাসূলুল্লাহ (সা ) হযরত খাদীজাকে ( আ ) বলেছেন :

يَا خَدِیْجَةُ إِنَّ اللّٰهَ عَزَّ وَ جَلَّ لَیُبَاهِيْ بِکِ کِرَامَ

مَلَائِکَتِهِ کُلَّ یَوْمٍ مِرَارَاً

مجلسی، محمد‌باقر، بحار الانوار، ج‌۱۶، ص۷۸.

হে খাদীজা ! মহান আল্লাহ তাঁর ফেরেশতাদের মধ্যে যারা অত্যন্ত সম্মানিত তাদের সামনে প্রতিদিন বহুবার তোমাকে নিয়ে গর্ব করেন ।

সূত্র : বিহারুল আনওয়ার, খ : ১৬ , পৃ : ৭৮

ইবনে ইসহাক বলেন : অত:পর হযরত খাদীজা ( আ ) হযরত আবূ তালিবের ( আ ) পরে মৃত্যু বরণ করেন। আর তাঁরা দুজন ( হযরত আবূ তালিব ও হযরত খাদীজা ) একই বছর মৃত্যু বরণ করেছিলেন। হযরত খাদীজা ( আ ) ও হযরত আবূ তালিবের ( আ ) মৃত্যুতে রাসূলুল্লাহর ( সা ) ওপর একের পর এক বিপদাপদ ( মুসিবত ) আসতে থাকে । হযরত খাদীজা ( আ ) ছিলেন ইসলাম ধর্মের ব্যাপারে তাঁর ( সা ) সত্যিকার সহকারী ও মন্ত্রক ; তিনি ( সা ) তাঁর ( হযরত খাদীজা ) কাছে ও সান্নিধ্যে প্রশান্তি লাভ করতেন ।

সূত্র : উসদুল গাবাহ্ ফী মা'রিফাতিস সাহাবা , খ : ৬ , পৃ : ৮৫

عن ابن اسحاق قال : ثمّ إنّ خدیجة توفِّیت بعد أبي طالب و کانا ماتا في عام واحد . فتتابعت علیٰ رسول الله ( ص ) المصائب بهلاک خدیجة و أبي طالب , و کانت خدیجةُ

وزیرة صدق علی الإسلام ، کان یسکن إلیها .

أسد الغابة في معرفة الصحابة ، ج : ۶ ، ص : ۸۵

মৃত্যু কালে হযরত খাদীজা ( আ ) মহানবীকে ( সা ) বলেছিলেন :

হে রাসূলুল্লাহ! আমি মৃত্যু বরণ করলে আপনি নিজ হস্তে আমাকে কবরে রাখবেন ( শায়িত করবেন ) ।

تبصرہ ارسال

You are replying to: .