হাওজা নিউজ এজেন্সি: হাওজা নিউজ সম্পর্কে আপনাদের ধারণা কী? হাওজা নিউজ যে ভাবে কাজ করছে এ ব্যাপারে আপনাদের মতামত কী?
হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকী সাহেব কিবলা: সর্ব প্রথম সালামুন আলাইকুম আমি হাওজা নিউজ বাংলা এবং তার সমস্ত মেম্বারদের ধন্যবাদ জানাই যারা শুধু শিয়া সম্প্রদায়েরই খবর নয় বরং সমস্ত মুসলিম বিশ্বের বিভিন্ন খবর এখানে প্রচার করছেন।
এছাড়া হাওজা নিউজ যে ভাবে কাজ করছে খুবই প্রশংসনীয়• হাওজা নিউজ পৃথিবীর যেখানে যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ আছেন সেখানকার সমস্ত ধরনের অনুষ্ঠান অর্থাৎ মজলিস বা মাহফিল, জুলুস ও মিছিল বিভিন্ন ধরণের অনুষ্ঠান সেগুলো খবরের মাধ্যমে আমরা জানতে পারছি।
হাওজা নিউজ এজেন্সির সম্পাদকের সাথে এক বৈঠকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকী সাহেব হাওজা নিউজ এজেন্সি এবং তার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন: সব থেকে বড় খুশির বিষয় হল হাওজা নিউজ গত কয়েক বছর ধরে বাংলা ভাষায় বিভিন্ন ধরণের খবর দিয়ে আসছে যেমন: মুসলিম বিশ্বের পাশাপাশি ধর্মীয় খবর আইম্মা-এ-মাসুমিনদের জীবনী হাদিস ও রেওয়ায়েত ইত্যাদী।
তিনি বলেন: হাওজা নিউজের দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছেন বিশেষ করে আমাদের বাংলাবাসীরা উপকৃত হচ্ছেn• ধর্মীয় দিক থেকে মানুষ অনেক পিছিয়ে ছিল এবং সেই পিছিয়ে থাকা মানুষদেরকে এগিয়ে নিয়ে এসেছে।
হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী নাকী বলেন: আলহামদুলিল্লাহ, বাঙালী মুসলিমদের জন্য সুখবর এবং বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য আনন্দের বিষয় যে তারা সমস্ত ধরণের খবর থেকে অবগত হচ্ছেন।
পরিশেষে তিনি হাওজা নিউজ এজেন্সির কার্যক্রমের প্রশংসায় বলেন: হাওজা নিউজ এজেন্সি ইসলাম ও শিয়া মতের প্রতিনিধিত্ব করছে।