۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সমূহের বিশ্ববিদ্যালয় সমূহে ফিলিস্তীনের জনগণের সমর্থক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা ইমাম খামেনেয়ীর পত্র।
ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা ইমাম খামেনেয়ী

হাওজা / মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য সমূহের বিশ্ববিদ্যালয় সমূহে ফিলিস্তীনের জনগণের সমর্থক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা ইমাম খামেনেয়ীর পত্র।

অনুবাদ : হুজ্জাতুল ইসলাম মাওলানা মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

بسم الله الرّحمن الرّحیم

বিসমিল্লাহির রহমানীর রহীম

এ চিঠিটা ঐ সব যুবক যুবতীদের প্রতি লিখছি যাদেরকে তাদের জাগ্রত বিবেক গাযার মযলূম শিশু ও নারীদের প্রতিরক্ষায় উদ্বুদ্ধ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় সমূহের প্রিয় শিক্ষার্থী যুব সমাজ ! এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের সহমর্মিতা ও সংহতির বার্তা । আপনারা এখন ইতিহাসের সঠিক দিক ও পক্ষে অবস্থান করছেন ও দাঁড়িয়েছেন যার পৃষ্ঠা এখন উল্টে যাচ্ছে ( অর্থাৎ ইতিহাসে পরিবর্তন আসছে) ।

আপনারা এখন প্রতিরোধ ফ্রন্টেরই অংশ এবং আপনাদের সরকার যা প্রকাশ্যে জবরদখল কারী , দখলদার ও নির্দয় জায়নবাদী ইসরাইলের সাহায্য ও সমর্থনকারী সেই সরকারের নির্দয় চাপের মুখে ভদ্রজনোচিত সংগ্রাম শুরু করেছেন ।

মহান প্রতিরোধ ফ্রন্ট একটি দূরবর্তী স্থানে আপনাদের আজকের এই বোধ শক্তি , আবেগ ও অনুভূতি সহকারে বহু বছর যাবৎ সংগ্রাম করছে। এ সংগ্রামের লক্ষ্য হচ্ছে ঐ প্রকাশ্য অন্যায় অবিচারের অবসান যা জায়নবাদী শিরোনামের এক সন্ত্রাসবাদী নির্দয় নেটওয়ার্ককে পূর্ববর্তী বছরগুলো থেকে ফিলিস্তীনী জাতির ওপর চাপিয়ে দিয়েছে এবং তাদের দেশ ও মাতৃভূমি ( ফিলিস্তীন ) জবরদখলের পর তাদেরকে ( ফিলিস্তীনী জাতি ) সবচেয়ে কঠোর চাপ ও নির্যাতনের শিকার করেছে । জায়নবাদী অ্যাপারটাইড ইসরাইল সরকারের আজকের গণহত্যা ( গাযায়) দশকের পর দশক ধরে চালানো তীব্র অন্যায় মূলক আচরণেরই ধারাবাহিকতা স্বরূপ।

মুসলমান , খ্রীষ্টান ও ইহুদীদের নিয়ে গঠিত (ফিলিস্তীনী ) জাতি সহ ফিলিস্তীন হচ্ছে একটি স্বাধীন স্বতন্ত্র ভূখণ্ড ও দেশ যার সুদীর্ঘ ঐতিহাসিক অতীত রয়েছে। বিশ্বযুদ্ধের পর জায়নবাদী নেটওয়ার্কের পূঁজিবাদীরা ব্রিটিশ সরকারের সাহায্য ও সহযোগিতায় কয়েক হাজার সন্ত্রাসীকে ধীরে ধীরে এ ভূখন্ডে অনুপ্রবেশ করায় ; তারা ফিলিস্তীনের শহর ও গ্রাম সমূহে হামলা চালিয়ে কয়েক দশ সহস্র ফিলিস্তীনীকে হত্যা করে অথবা প্রতিবেশী দেশ সমূহে তাড়িয়ে দেয় ; ঘরবাড়ি, বাজার ( ব্যবসায় বাণিজ্য কেন্দ্র ) ও কৃষি জমি ও ক্ষেতখামার সমূহ ফিলিস্তীনীদের থেকে ছিনিয়ে নেয় এবং ফিলিস্তীনের দখলকৃত ভূখণ্ডে ইসরাইল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ।

ব্রিটেনের প্রাথমিক সাহায্য সমূহের পর জবরদখলকারী দখলদার এই জায়নবাদী সরকারের সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যা এই জায়নবাদী সরকারকে রাজনৈতিক , অর্থনৈতিক ও সামরিক সাহায্য দেওয়া অব্যাহত রেখেছে এবং এমনকি অমার্জনীয় ও ক্ষমার অযোগ্য অসতর্কতা ও অসাবধানতা বশতঃ ( অর্থাৎ বেপরোয়া ভাবে) এই ( দখলদার ইসরাইল ) সরকারের সম্মুখে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথ উন্মুক্ত করেছে এবং এ পথে ইসরাইলকে সাহায্য করেছে।

জায়নবাদী ইসরাইল সরকার প্রথম দিন থেকেই ফিলিস্তীনের নিরীহ অসহায় জনগণের সম্মুখে লৌহ মুষ্ঠী নীতি অবলম্বন করেছে। বিবেক বুদ্ধি প্রসূত , মানবিক ও ধর্মীয় নীতি - মূল্যবোধ সমূহের প্রতি অবহেলা ও উদাসীনতা দিন দিন নির্মমতা , নিষ্ঠুরতা , সন্ত্রাস ও দমননীতির মাত্রা বৃদ্ধি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও তার সকল শরীক এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও নিরবচ্ছিন্ন অন্যায় অত্যাচারের ( যুলুম) মোকাবেলায় এমনকি সামান্য ভ্রুকুটি করা থেকেও বিরত থেকেছে। আজও গাযায় লোমহর্ষক ভয়ানক অপরাধের বরাবরে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য সমূহ যতখানি প্রকৃত বাস্তব তার চেয়েও সেগুলো অধিক ভণ্ডামিপূর্ণ ।

প্রতিরোধ ফ্রন্ট অন্ধকার ও হতাশাব্যঞ্জক পরিবেশ ও পরিস্থিতির ভিতর হতে উদিত ও মাথা উঁচু করে বের হয়ে আসে এবং ইসলামী প্রজাতন্ত্র সরকার ও রাষ্ট্রের প্রতিষ্ঠা এই প্রতিরোধ ফ্রন্টকে বিস্তৃত ও শক্তিশালী করেছে।

আন্তর্জাতিক জায়নবাদের নেতারা যাদের মালিকানাধীন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অধিকাংশ সংবাদ কর্পোরেশন / কর্পোরেট সংবাদ মাধ্যম অথবা তাদের অর্থ ও উৎকোচের প্রভাবাধীন তারা ( ফিলিস্তীনীদের ) মানবীয় ও সাহসিকতাপূর্ণ এই

প্রতিরোধ সংগ্রামকে সন্ত্রাসবাদ বলে অভিহিত করে । যে জাতি নিজ দেশে জায়নবাদী দখলদারদের অপরাধ সমূহের বরাবরে আত্মরক্ষা করছে সেই জাতি কি সন্ত্রাসবাদী ? আর এই জাতিকে মানবীয় ত্রাণ সাহায্য দেওয়া এবং তাদের বাহুকে শক্তিশালী করা কি সন্ত্রাসবাদ বলে গণ্য হতে পারে ? !

হিংস্র (ও বিদ্বেষী) বৈশ্বিক আধিপত্যবাদের অধিপতি ও নেতৃবর্গ এমনকি মানবীয় মূল্যবোধ , ধারণা ও তাৎপর্য সমূহের প্রতিও একটু দয়াও প্রদর্শন করে না । সন্ত্রাসী ও নির্দয় - নিষ্ঠুর ইসরাইল সরকারকে তারা আত্মরক্ষাকারী হিসেবে দেখানোর চেষ্টা করে এবং ফিলিস্তীনী প্রতিরোধ আন্দোলন যারা নিজ স্বাধীনতা, নিরাপত্তা এবং নিজ ভাগ্য নির্ধারণের ( বৈধ ও ন্যায্য) অধিকার সংরক্ষণের সংগ্রাম করছে তাদেরকে তারা ( অর্থাৎ ঐ সব নেতৃবর্গ ) সন্ত্রাসী বলে অভিহিত করে ।

আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে চাচ্ছি যে আজ অবস্থা ও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভিন্ন এক নিয়তি ও ভাগ্য সংবেদনশীল পশ্চিম এশিয়ার জন্য অপেক্ষমান। বৈশ্বিক পরিসরে বহু অগণিত বিবেক জাগ্রত হয়ে গেছে এবং প্রকৃত বাস্তবতা স্পষ্ট ও পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রতিরোধ ফ্রন্টও শক্তিশালী হয়েছে এবং আরো অধিক শক্তিশালী হবে । ইতিহাসের পাতাও উল্টে যাচ্ছে।

আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অগণিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা ব্যতীত বিশ্বের অন্যান্য দেশেও বিশ্ববিদ্যালয় সমূহ এবং জনগণ উঠে ও রুখে দাঁড়িয়েছে ( জাগ্রত হয়েছে)। আপনাদের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষকদের সমর্থন ও (আপনাদের সাথে ) তাদের সহযোগিতা নি: সন্দেহে এক অতি গুরুত্বপূর্ণ ও প্রভাব বিস্তারকারী ঘটনা । এটা সরকারের পুলিশী তৎপরতার তীব্রতা এবং যে সব চাপ আপনাদের ওপর আরোপ করা হচ্ছে সেগুলোর বরাবরে বেশ খানিকটা স্বস্তিদায়কও হতে পারে। হে তরুণ যুবক সম্প্রদায়! আমিও আপনাদের সাথে সহানুভূতি ও সমবেদনা প্রকাশ এবং আপনাদের প্রতিরোধ সংগ্রাম ও দৃঢ়চিত্ততার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি ।

আমাদের অর্থাৎ মুসলমানদের প্রতি এবং সকল বিশ্ববাসীর প্রতি পবিত্র কুরআনের শিক্ষা হচ্ছে সত্যের পথে দাঁড়ানো ( এবং দৃঢ়পদতা ) । পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে : যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন ঠিক সেভাবে আপনি দৃঢ়পদ ও অটল থাকুন ।

فَاسْتَقِمْ کَمَا أُمِرْتَ

আর মানবজাতির মাঝে পারস্পরিক সম্পর্কের ব্যাপারে পবিত্র কুরআনের শিক্ষা হচ্ছে এই যে তোমরা না অন্যায় ও অত্যাচার ( যুলুম) করবে আর না তোমরা অত্যাচারিত হবে ।

لَا تَظْلِمُوْنَ وَ لَا تُظْلَمُوْنَ

প্রতিরোধ (সংগ্রামের ) ফ্রন্ট এ সব নির্দেশ এবং এগুলোর মতো শত শত বিষয়ের শিক্ষা নিয়ে এবং এগুলো অনুযায়ী আমল করার মাধ্যমে সামনে অগ্রসর হচ্ছেন এবং মহান আল্লাহর অনুমতি ক্রমে তারা ( প্রতিরোধ সংগ্রামীরা ) বিজয়ী ও সফল হবেন।

আপনাদেরকে পবিত্র কুরআনের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি।

সাইয়েদ আলী খামেনেয়ী

৫-৩-১৪০৩ ( মোতাবেক: ২৫-৫-২০২৪ )

تبصرہ ارسال

You are replying to: .