۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
ইমাম জাওয়াদ আলাইহিস সালামের নসিহত
ইমাম জাওয়াদ আলাইহিস সালামের নসিহত

হাওজা / ধৈর্য্যকে তোমার বালিশ (নির্ভরতা ও অবলম্বন) বানিয়ে নাও , দারিদ্রকে আলিঙ্গন করো…।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাওয়াদ আলাইহিস সালামের নসিহত

জনৈক ব্যক্তি মাওলা ইমাম জাওয়াদ (আ.)-এর নিকট তাকে নসিহত করার অনুরোধ করলেন!

হযরত বললেন, ''তুমি কি (নসিহত) গ্রহণ করবে?''

লোকটি বলল, 'হ্যাঁ।'

ইমাম (আ.) বললেন, "ধৈর্য্যকে তোমার বালিশ (নির্ভরতা ও অবলম্বন) বানিয়ে নাও , দারিদ্রকে আলিঙ্গন করো, আমোদ-প্রমোদ ও আভিজাত্য ত্যাগ করো, নফসের লালসা ও কামনা-বাসনার বিরোধিতা করো এবং জেনে রাখো যে, তুমি কখনই আল্লাহর দৃষ্টিসীমার বাইরে নও... অতঃপর উপলব্ধি করো যে তুমি কী অবস্থায় রয়েছো (এবং এভাবেই জীবনযাপন করো)।

[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৭২৬]

تبصرہ ارسال

You are replying to: .