۱۴ تیر ۱۴۰۳ |۲۷ ذیحجهٔ ۱۴۴۵ | Jul 4, 2024
ঈদে মোবাহিলার দিনের ফযিলতপূর্ণ আমল
ঈদে মোবাহিলা

হাওজা / মোবাহিলা দিবসে দুই রাকাআত নামায রয়েছে, যার সওয়াব এক লক্ষ হজ ও উমরাহ সমপরিমাণ এবং এই নামায আদায়কারীর সকল দোয়া কবুল করা হয়!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেন,
مَن صَلّى في هذَا اليَومِ رَكعَتَينِ قَبلَ الزَّوالِ بِنِصفِ ساعَةٍ شُكرا للّهِِ عَلى ما مَنَّ بِهِ عَلَيهِ وخَصَّهُ بِهِ، يَقرَأُ في كُلِّ رَكعَةٍ اُمَّ الكِتابِ مَرَّةً واحِدَةً ، وعَشرَ مَرّاتٍ «قُل هُوَ اللّهُ أحَدٌ»، وعَشرَ مَرّاتٍ آيَةَ الكُرسِيِّ إلى قَولِهِ: «هُمْ فِيهَا خَالِدُونَ» ، وعَشرَ مَرّاتٍ «إنّا أنزَلناهُ في لَيلَةِ القَدرِ»؛ عَدَلَت عِندَ اللّهِ مِئَةَ ألفِ حِجَّةٍ، ومِئَةَ ألفِ عُمرَةٍ، ولَم يَسأَلِ اللّهِ عز و جلحاجَةً مِن حَوائِجِ الدُّنيا وَالآخِرَةِ إلّا قَضاها لَهُ كائِنَةً ما كانَت، إن شاءَ اللّهُ عز و جل.

যে ব্যক্তি এই দিনে- অর্থাৎ জিলহজ্জ মাসের চব্বিশ তারিখে- যোহরের আযানের আধা ঘন্টা আগে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে যা কিছু নিয়ামত দান করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে দুই রাকাআত নামায পড়ে এবং প্রত্যেক রাকাআতে ১ বার উম্মুল কিতাব (সুরা ফাতিহা), ১০ বার সুরা ইখলাস (কুল হু আল্লাহু আহাদ), ১০ বার আয়াতুল কুরসি (হুম ফিহা খালিদুন অর্থাৎ সুরা বাকারা'র ২৫৫ থেকে ২৫৭ নম্বর আয়াত পর্যন্ত) এবং ১০ বার সুরা ক্বদর (ইন্না আনজালনাহু ফি লাইলাতুল ক্বদর) পাঠ করে; (তার এই আমল) আল্লাহর নিকট এক লক্ষ হজ ও এক লক্ষ ওমরার (সওয়াবের) সমান এবং সে সর্বশক্তিমান আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের যে হাজতই (যা কিছু প্রত্যাশা) করুক, তা প্রদান করেন; (এই প্রত্যাশা) যা কিছুই হোক না কেন, ইনশাআল্লাহ।

[দ'নেশনমেহ্ কুরআন ও হাদীস, খন্ড- ১৬, পৃষ্ঠা- ৩০৮]

تبصرہ ارسال

You are replying to: .