۱۰ تیر ۱۴۰۳ |۲۳ ذیحجهٔ ۱۴۴۵ | Jun 30, 2024
ঈদে গাদীর উপলক্ষে মাহফিলের আয়োজন
ঈদে গাদীর উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে

হাওজা / বাগনান মহাদেবপুর উঃ পাড়া ইমাম বারগা শরীফে জাশনে ঈদে গাদীর উপলক্ষে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

সালামুন আলাইকুম

আগামী ৩০ জুন রবিবার বাগনান মহাদেবপুর উঃ পাড়া ইমাম বারগা শরীফে জাশনে ঈদে গাদীর উপলক্ষে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট আলেমেদ্বীন

১_ হুজ্জাতুল ইসলাম মাওলানা আক্তার আলী সাব (হুগলি)

২_ হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী মুহাম্মদ সাব ( মেটিয়াবুরুজ)

৩_ হুজ্জাতুল ইসলাম মাওলানা সামার আব্বাস রিজভী (মুম্বাই)

৪_ হুজ্জাতুল ইসলাম মাওলানা আবুল হাসান সাব (পেশ ইমাম বাগনান মহাদেবপুর উঃ)

এছাড়া অংশগ্রহণ করবেন অসংখ্য কবিগন ইনশাআল্লাহ

সকল মুহিব্বানে আহলে বাইত আঃ দের উপস্থিতি একান্ত কাম্য

পরিচালনায়: বাগনান মহাদেবপুর (উঃ) পাড়া ইমাম বারগা শরীফ

সময়: বাদ ঈশা

تبصرہ ارسال

You are replying to: .