۱۴ مهر ۱۴۰۳ |۱ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 5, 2024
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার পরের দৃশ্য

হাওজা / হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরায়েলি সেনাদের একটি জমায়েতস্থলে পিন পয়েন্ট হামলা চালায়।


হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলের অপতৎপরতা জোরদার করলে ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন করে আরেক দফা সামরিক অভিযান চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। ওই হামলায় অন্তত দু’জন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে।

এছাড়াও উত্তর ইসরায়েলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। ভবনটি ইহুদিবাদী দখলদার সেনারা ব্যবহার করছিল। হিজবুল্লাহর নিক্ষেপ করার এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সূত্রগুলো।

অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আল-ফাখার ও কফার শুবা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টারের শেল নিক্ষেপ করেছে।

এর আগে, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরায়েলি সেনাদের একটি জমায়েতস্থলে পিন পয়েন্ট হামলা চালায়। হিজবুল্লাহর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় যে, অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরাইলের বিভিন্ন সেনা অবস্থানে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরায়েলি বাহিনীর হতাহতের ঘটনা ঘটে।

বিশেষভাবে উল্লেখ্য যে, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রের গণহত্যা ও নির্বিচার হামলার বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি সম্প্রতি একাধিকবার বলেছে যে, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়া মাত্র ইসরায়েল-লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করে দেবে হিজবুল্লাহ।

تبصرہ ارسال

You are replying to: .