হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী সাঈদ জালিলিকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তবে ভোটে হারলেও জনগণের রায়ে নির্বাচিত যে কাউকে অবশ্যই সম্মান ও সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন বিরোধী প্রার্থী সাঈদ জালিলি।
মাসুদ পেজেশকিয়ানকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রীয় টেলিভিশনকে জালিলি বলেন, ‘তাকে শুধু সম্মানই নয়, এখন আমাদের সর্বাত্মক শক্তি ব্যবহার করতে হবে এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে।’
গতকাল শুক্রবার দ্বিতীয় দফা ভোটে ৫৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সাঈদ জলিলিকে ভোট পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ। শুক্রবারের নির্বাচনে সাঈদ জালিলির চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬৩ লাখ ভোট পেয়েছেন। যেখানে প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ভোট।
গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রান অফে গড়ায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফার নির্বাচনে ইরানের ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে মাত্র ৪০ শতাংশ ভোট দিয়েছিলেন। ১৯৭৯ সাল থেকে ইরানে যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা।