۲۶ آذر ۱۴۰۳ |۱۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 16, 2024
মাওলানা আসগার আলী গাইন
মাওলানা আসগার আলী গাইন

হাওজা / ইমামিয়া মিশনের পরিচালনায় ইমাম হোসায়েন (আ.) এর স্বরণে মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগানা জেলার আমরুল গাছা বিসপাটলী দাদন পাড় (এবিডি) কারবালায় ইমামিয়া মিশনের পরিচালনায় জাইনাবিয়া ইমাম বারগাহতে মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাওলানা আসগার আলী গাইন কিবলা, তিনি তার বক্তব্যে আজাদারির আদব, নিয়ম ও ইমাম হোসায়েনের শোকে ক্রন্দন করার ফজিলত ও সওয়াব সম্পর্কে আলোচনা করেন।

تبصرہ ارسال

You are replying to: .