۲۵ آذر ۱۴۰۳ |۱۳ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 15, 2024
ইমাম
ইমাম হাসাম আসকারী (আ.)

হাওজা / ইমাম হাসান আসকারী (আ.) থেকে বর্ণিত হয়েছে যে মুমিন ব্যক্তির ৫টি চিহ্ন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম হাসান আসকারী (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন,

عَلامَهُ الاْیمانِ خَمْسٌ: التَّخَتُّمُ بِالْیَمینِ وَ صَلاهُ الإحْدی وَ خَمْسینَ وَ الْجَهْرُ بِبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحیم وَ تَعْفیرُ الْجَبین وَ زِیارَهُ الاْرْبَعینَ.

মুমিনের চিহ্ন হলো ৫টি।

১. ডান হাতের আঙ্গুলে আংটি পরা,

২. দৈনিক ৫১ রাকাত নামাজ পড়া (ওয়াজিব ও মুস্তাহাব একত্রে),

৩. নামাযোর সময় ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ উচ্চস্বরে পড়া,

৪. মাটির উপরে সিজদা করা ও

৫. যিয়ারতে আরবাঈন পাঠ করা

[হাদিকাতুশ-শি'য়া, খন্ড-২, পৃষ্ঠা- ১৯৪]

تبصرہ ارسال

You are replying to: .