যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক। এমনটাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল রোববার তুর্কির ক্ষমতাসীন দল একে পার্টির একটি বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোগান তার বক্তব্যে বলেন, “আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালাতে না পারে।” তিনি আরো বলেন, “আমরা যেভাবে নাগার্নো-কারাবাখে কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, ঠিক একইভাবে আমরা ইসরায়েলে প্রবেশ করব। এমন কিছু নেই যে আমরা করতে পারি না। এজন্য আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে।”
এরদোগানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, "এরদোগান সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। শুধু তাকে মনে করতে দিন সাদ্দাম হোসেনের সাথে কী ঘটেছিল এবং সাদ্দামের শেষ পরিণতি কীভাবে হয়েছিল।"
অন্যদিকে ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ এরদোগানের মন্তব্যের নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্টকে 'মধ্যপ্রাচ্যের জন্য বিপদ' বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ পোস্টে ল্যাপিদ বলেন, ‘প্রেসিডেন্ট এরদোগান আবারও কটূক্তি করছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপদ।
অন্যদিকে ইসরায়েলের প্রতিক্রিয়ার পর এক বিবৃতি জারি করেছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে যে, তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে হিটলারের সাথে তুলনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে।
বিবৃতিতে বলা হয়, "যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল, তেমনি গণহত্যাকারী নেতানিয়াহুরও সমাপ্তি হবে।"
বিবৃতিতে আরও বলা হয় “মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে সক্ষম হবেন না।”